নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর– বৃহস্পতিবার সকাল থেকেই নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পডে়ছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব৷ বৃহস্পতিবার দাসপুর দুই ব্লকের বেনাই, গৌরা সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার করেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা দীপক অধিকারী, ওরফে দেব৷ তার সাথে ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশীষ হুদাইত, দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা৷ দাসপুর দুই ব্লকে নির্বাচনী প্রচার সেরে তিনি বৃহস্পতিবার বিকালে পিংলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খড়গপুর ২ নম্বর ব্লকের মাদপুর এলাকায় নির্বাচনী প্রচার করেন৷ সেখানে তার নির্বাচনী প্রচারে তার সাথে উপস্থিত ছিলেন বিধায়ক অজিত মাইতি, খড়গপুর দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তৃষিত মাইতি সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা৷ দেবের নির্বাচনী প্রচারে মানুষের জনজোয়ার ছিল চোখে পড়ার মতো৷
নির্বাচনী প্রচারে তিনি হাত জোড় করে সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান৷ সেই সঙ্গে তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আমাকে আশীর্বাদ করবেন৷ আমি আপনাদের পাশে আছি আগামীদিনেও থাকবো৷ সেই সঙ্গে তিনি বলেন যারা বাংলার উন্নয়ন চায়নি, বাংলাকে ভালবাসেনি, বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করে, বাংলার শ্রমিকদের ১০০ দিনের কাজের টাকা আটকে রাখে তাদেরকে আপনারা আসন্ন লোকসভা নির্বাচনে যোগ্য জবাব দেবেন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের উন্নয়নে কাজ করছেন আগামীদিনে আরো কাজ করবেন৷ তাই মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের হাতকে আরো শক্তিশালী করে তোলার জন্য আপনারা ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমাকে আশীর্বাদ করবেন৷
Advertisement
Advertisement
Advertisement



