হতাশা থেকেই পৃথক রাজ্যের দাবি : দিলীপ

ভােট পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে বীরভূম জেলায় এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘােষ। সােমবার সিউড়ির দলীয় কার্যালয়ে।

Written by SNS Kolkata | June 22, 2021 1:49 pm

দিলীপ ঘোষ (File Photo: IANS)

ভােট পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে বীরভূম জেলায় এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘােষ। সােমবার সিউড়ির দলীয় কার্যালয়ে। সাংবাদিকদের মুখােমুখি হয়ে দিলীপ ঘােষ তৃণমূল নেতা মুকুল রায় প্রসঙ্গে বলেন, “উনি চলে যাওয়ায় দল রোগমুক্ত হয়েছে”।

তবে তিনি এদিন বেশির ভাগ সময় ব্যয় করেছেন বিজেপি সাংসদ জন বালা এবং সৌমিত্র খাঁয়ের বাংলা ভেঙে পৃথক রাজ্য করার দাবি প্রসঙ্গে। সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে বিজেপির রাজ্য সভাপতি বলেন, পশ্চিমবঙ্গকে আমরা একটি রাজ্য হিসেবে দেখি।

রাজ্যের উন্নয়ন এবং অগ্রগতি বিজেপির লক্ষ্য। এ বিষয়ে অন্য কে কী বললেন, তার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। রাজ্যে এখন অশান্তির বাতাবরণ চলছে। তাই হয়তো অনেকে হতাশ হয়ে এমন মন্তব্য করছেন।

এর পাশাপাশি, ভােট পরবর্তী হিংসায় রাজ্যজুড়ে। যে বিজেপি নেতা-কর্মীরা ঘরছাড়া রয়েছে, সেই তালিকা তিনি তুলে ধরেন। এদিনের সাংবাদিক বৈঠকে করােনার টিকা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ‘রাজনীতি’ করার অভিযােগ করেন দিলীপবাবু।