লােকসভায় তৃণমূলের সাথে সিপিএম! বিমানের মন্তব্যে জল্পনা

রাজনীতিতে সবই সম্ভব! হ্যাঁ, এবার লােকসভার ভােটে তৃণমূলের জোটশরিক হিসাবে থাকতে পারে একদা মূলশত্রু সিপিএম।

Written by SNS Kolkata | July 27, 2021 6:38 pm

বিমান বসু (File Photo: IANS)

রাজনীতিতে সবই সম্ভব! হ্যাঁ, এবার লােকসভার ভােটে তৃণমূলের জোটশরিক হিসাবে থাকতে পারে একদা মূলশত্রু সিপিএম । তবে রাজ্যের ৪২ টি লােকসভার আসনে তৃণমূল ১ টিও আসন বামেদের ছেড়ে দেবে কিনা, তা নিয়েও সন্ধিহান রাজনৈতিক মহল। 

তবে সোমবার বিজেপি বিরােধী দলগুলিকে এককাট্টা করতে যখন তৃণমূল সুপ্রিমাে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফর শুরু করেছেন। সেসময় পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। 

বিমান বাবু বলেছেন, ইতিহাস সাক্ষী রয়েছে, বিজেপি বিরােধী শক্তির সাথে হাত মিলিয়েছে বামেরা। এবারও বিজেপি বিরােধী দল গুলির সাথে হাত মেলাতে প্রস্তুত বাম। এই মন্তব্য ঘিরেই আগামী ২০২৪ সালের লােকসভা ভােটের নুতন সমীকরণ বদলাচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

বাংলায় বামেদের কোন আসন সাম্প্রতিক বিধানসভার নির্বাচনে না মিললেও বামেদের নিদিষ্ট ভােটব্যাংক আছে। আর বামেদের ভােটব্যাংক থেকেই বিজেপির উত্থান ঘটেছে বাংলাতে। সেই ২০১৯ সালের লােকসভা এবং ২০২১ সালের বিধানসভার ভােট হতে। 

তাই বিজেপির বাড়বাড়ন্ত রুখতে বামেদের হারানাে ভােট ফিরে পাওয়া জরুরি। সেক্ষেত্রে আগামী দিনে তৃণমূলের সাথে বামেদের জোট বাস্তবায়িত হলে গত লােকসভার বিজেপির প্রাপ্ত আসন আগামী লােকসভায় ধরে রাখাটা কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।