‘ইন্ডিয়া’ জোটকে সামনে রেখে আগামীদিনে পূর্ব বর্ধমানে ভোট প্রচারে অংশ নেবে কংগ্রেস

Written by SNS April 15, 2024 12:17 pm

আমিনুর রহমান: বর্ধমান, ১৪ এপ্রিল– লোকসভা নির্বাচনে এবার পূর্ব বর্ধমানের দুটি আসনেই জাতীয় কংগ্রেসের কোন প্রার্থী নেই৷ কিন্ত্ত আগামীদিনে ‘ইন্ডিয়া’ জোটের প্রার্থীর হয়ে ভোটের প্রচারে তারা অংশ নেবেন৷ বর্ধমানের যুব নেতা তথা প্রদেশ কংগ্রেস এর সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য এই দাবি করেছেন৷ দলীয় বৈঠকে আলোচনা শেষে তাদের সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন৷ একই সঙ্গে এবারের নির্বাচনে তাদের প্রতিপক্ষ যে বিজেপি সে কথাও জানিয়ে দিয়েছেন৷ এর পাশাপাশি বিজেপি ও তৃণমূল কংগ্রেস এর মধ্যে গোপন বোঝাপড়া নিয়েও সরব হয়েছেন ওই কংগ্রেস নেতা৷ তবে এরই মধ্যে জেলা জুডে় বামেদের জমজমাট প্রচার চললেও কংগ্রেসের অংশগ্রহণ না থাকায় রাজনৈতিক মহলে চাপান উতোর শুরু হয়েছে৷ যদিও প্রদেশ কংগ্রেসের নেতা ওই প্রশ্নেরও উত্তর দিয়েছেন৷

পূর্ব বর্ধমানের দুটি আসনের মধ্যে কোনটাতেই এবার কংগ্রেস তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি৷ আসন সমঝোতার নিরিখে সিপিএম বর্ধমান পূর্ব ও বর্ধমান দুর্গাপুর দুটি আসনেই তাদের প্রার্থী ঘোষনা করে প্রচার শুরু করে দিয়েছে৷ কিন্ত্ত দুই আসনের প্রচারে বৃহস্পতিবার পর্যন্ত কংগ্রেস দলের কোনো নেতা নেত্রীদের দেখা মেলেনি৷ কংগ্রেস নেতা অভিজিৎ ভট্টাচার্য বলেন, রমজান শেষ হয়েছে৷ এরপরেই দলীয় নির্দেশ কার্যকর করতে বাম প্রার্থীর হয়ে ভোটের প্রচারে নামবেন কংগ্রেস কর্মী সমর্থক ও নেতৃত্ব৷ কংগ্রেস নেতার দাবি সর্বভারতীয় স্বার্থে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার জন্য লড়াইয়ে অংশ থাকবে কংগ্রেসের৷ আর তাদের দলের প্রার্থী না থাকলেও প্রচারে বের হয়ে বিজেপির নির্বাচনী বন্ড, জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি, জিনিসপত্রের আকাশছোঁয়া মূল্য নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগা হবে বলে জানানো হয়েছে৷ এরই সঙ্গে ইন্ডিয়া জোট সরকারে আসলে প্রতি বছর নারীদের এক লক্ষ টাকা দেওয়া, তাদের চাকরির ক্ষেত্রে ৫০ শতাংশ সংরক্ষণ, কৃষকদের নানা প্রকল্পের আওতায় আনার মতো বিষয়গুলো রূপায়ণ করা হবে বলে প্রতিশ্রুতি রাখা হবে৷ তবে তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে সরাসরি অভিযোগ না করলেও বিজেপির সঙ্গে তাদের আঁতাতের অভিযোগ তুলে ধরা হবে বলে জানানো হয়৷ এ রাজ্যে বিজেপি এবং তৃনমূল কংগ্রেস আসন ভাগাভাগির চক্রান্ত করে ভোটের ময়দানে৷ চাঞ্চল্যকর এই অভিযোগ এনে বাম দলের প্রার্থীদের প্রচারে তুলে ধরবেন কংগ্রেস নেতা নেত্রীরা৷ এমনটাই জানানো হয়েছে৷ এদিকে কয়েকদিন ধরেই বর্ধমানের রাজনৈতিক মহলে চর্চা ছিল বামেদের সঙ্গে কংগ্রেসের কোন আসন বোঝাপড়া হয়নি৷ কিন্ত্ত বৃহস্পতিবার এর পর সেই জল্পনার অবসান হলো বলে দাবি কংগ্রেসের৷ এদিকে জোটের বার্তাকে জোরালো করতে এরই মধ্যে দুর্গাপুর এর বেনাচিতিতে কংগ্রেস কার্যালয়ে যৌথ উদ্যোগে বৈঠকও হয়েছে৷