• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

ফের কালীঘাটের কাকুকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে সিবিআই

নিজস্ব প্রতিনিধি— গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে এসএসসি মামলায় রায়দানে ‘চনমনে’ সিবিআই তাদের তদন্তের গতি ক্রমশ বাড়াচ্ছে৷ এসএসসির নিয়োগ দুর্নীতিতে ফের জিজ্ঞাসাবাদ কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে৷ সোমবার সকালে তাণকে জিজ্ঞাসাবাদ করতে প্রেসিডেন্সি সংশোধনাগারে যায় সিবিআই-এর একটি দল৷ প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় তাঁকে এদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে প্রকাশ৷

নিজস্ব প্রতিনিধি— গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে এসএসসি মামলায় রায়দানে ‘চনমনে’ সিবিআই তাদের তদন্তের গতি ক্রমশ বাড়াচ্ছে৷ এসএসসির নিয়োগ দুর্নীতিতে ফের জিজ্ঞাসাবাদ কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে৷ সোমবার সকালে তাণকে জিজ্ঞাসাবাদ করতে প্রেসিডেন্সি সংশোধনাগারে যায় সিবিআই-এর একটি দল৷ প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় তাঁকে এদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে প্রকাশ৷

উল্লেখ্য, গত শনিবার এই প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে সুজয়কৃষ্ণ ভদ্রকে জেরা করে সিবিআই-এর দল৷ সেই দিন কাকু ছাড়াও সিবিআই জেরা করে জেলবন্দি নিয়োগকারী সংস্থার প্রধান অয়ন শীল এবং তৃণমূল থেকে বহিষ্কৃত হুগলির নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় কে৷ সুজয় কৃষ্ণ ভদ্র, অয়ন শীল এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় জেলবন্দি৷ জেলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করতে সিবিআই-এর তরফে আলিপুর আদালতে অনুমতি চাওয়া হয়৷ আদালত সেই অনুমতি দেয়৷ তারপরেই শনিবার ওই তিনজনকে জেরা করেকালীঘাটের কাকুর মোবাইল থেকে একাধিক অডিও ক্লিপ উদ্ধার হয়েছিল৷ তারপর সেই অডিও ক্লিপ তাঁরই কিনা? তা নিয়ে নিশ্চিত হতে, ফরেনসিক পরীক্ষা করায় অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি৷

Advertisement

দেখা যায় কালীঘাটের কাকুর কণ্ঠস্বর আর মোবাইলে পাওয়া কণ্ঠস্বর একই ব্যক্তির৷ সিবিআই সূত্রে প্রকাশ, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ সন্ত্ত গঙ্গোপাধ্যায়কে জেরা করার পরেও তদন্তে আরও নতুন তথ্য উঠে এসেছে এই নিয়োগ দুর্নীতির তদন্তে৷ সে ব্যাপারে গত শনিবার জিজ্ঞাসাবাদ করা হয় কালীঘাটের কাকুকে৷ তারপরেও সন্ত্তষ্ট হতে না পারায় ফের সোমবার সিবিআই আধিকারিকরা সোমবার সকালে গিয়েছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে জেরা করতে৷ এখন দেখার সিবিআই এই তদন্তে নুতন কি কি তথ্য পায়?

Advertisement

Advertisement