ফের কালীঘাটের কাকুকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে সিবিআই

Written by SNS April 30, 2024 1:45 pm

নিজস্ব প্রতিনিধি— গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে এসএসসি মামলায় রায়দানে ‘চনমনে’ সিবিআই তাদের তদন্তের গতি ক্রমশ বাড়াচ্ছে৷ এসএসসির নিয়োগ দুর্নীতিতে ফের জিজ্ঞাসাবাদ কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে৷ সোমবার সকালে তাণকে জিজ্ঞাসাবাদ করতে প্রেসিডেন্সি সংশোধনাগারে যায় সিবিআই-এর একটি দল৷ প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় তাঁকে এদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে প্রকাশ৷

উল্লেখ্য, গত শনিবার এই প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে সুজয়কৃষ্ণ ভদ্রকে জেরা করে সিবিআই-এর দল৷ সেই দিন কাকু ছাড়াও সিবিআই জেরা করে জেলবন্দি নিয়োগকারী সংস্থার প্রধান অয়ন শীল এবং তৃণমূল থেকে বহিষ্কৃত হুগলির নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় কে৷ সুজয় কৃষ্ণ ভদ্র, অয়ন শীল এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় জেলবন্দি৷ জেলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করতে সিবিআই-এর তরফে আলিপুর আদালতে অনুমতি চাওয়া হয়৷ আদালত সেই অনুমতি দেয়৷ তারপরেই শনিবার ওই তিনজনকে জেরা করেকালীঘাটের কাকুর মোবাইল থেকে একাধিক অডিও ক্লিপ উদ্ধার হয়েছিল৷ তারপর সেই অডিও ক্লিপ তাঁরই কিনা? তা নিয়ে নিশ্চিত হতে, ফরেনসিক পরীক্ষা করায় অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি৷

দেখা যায় কালীঘাটের কাকুর কণ্ঠস্বর আর মোবাইলে পাওয়া কণ্ঠস্বর একই ব্যক্তির৷ সিবিআই সূত্রে প্রকাশ, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ সন্ত্ত গঙ্গোপাধ্যায়কে জেরা করার পরেও তদন্তে আরও নতুন তথ্য উঠে এসেছে এই নিয়োগ দুর্নীতির তদন্তে৷ সে ব্যাপারে গত শনিবার জিজ্ঞাসাবাদ করা হয় কালীঘাটের কাকুকে৷ তারপরেও সন্ত্তষ্ট হতে না পারায় ফের সোমবার সিবিআই আধিকারিকরা সোমবার সকালে গিয়েছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে জেরা করতে৷ এখন দেখার সিবিআই এই তদন্তে নুতন কি কি তথ্য পায়?