অর্জুন সিং-পার্থ ভৌমিক জেতার বিষয়ে দুজনেই আশাবাদী

Written by SNS May 20, 2024 1:09 pm

আজ বাংলার হাই প্রোফাইল কেন্দ্র বারাকপুরে ভোট

অভিষেক আচার্য, বারাকপুর, ১৯ মে— ২০২৪ লোকসভা নির্বাচনে বাংলার হাই প্রোফাইল কেন্দ্র বারাকপুর৷ আজ সেই কেন্দ্রে ভোট৷ এই কেন্দ্রটি তৃণমূল কংগ্রেসের প্রেস্টিজ ফাইট বলা চলে৷
গত লোকসভায় এই কেন্দ্রে অর্জুন সিংকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস, তিনি চলে গেছিলেন দিল্লি৷ সেখান থেকে বিজেপির টিকিট নিয়ে এসে বারাকপুরে পদ্মফুল ফুুটিয়েছিলেন ভাটপাড়ার প্রাক্তন বিধায়ক৷ এরপর কিছুদিন বিজেপিতে থাকার পর ফের পুরোনো দলে প্রত্যাবর্তন করেন এই হেভিওয়েট নেতা৷ আশা ছিল, এবারে নিজের কেন্দ্র থেকেই লোকসভার টিকিট পাবেন তিনি৷ কিন্ত্ত মমতা বন্দ্যোপাধ্যায় যখন ব্রিগেডের সভা থেকে নাম ঘোষণা করেছিলেন, তখন তিনি শুনতে পান অন্য একজনের নাম, তিনি পার্থ ভৌমিক৷ এরপর ফের একবার ফুল বদল করে বিজেপিতে অর্জুন৷ এবারও সেখান থেকেই লড়বেন তিনি৷ ফলে একেবারে সামনা সামনি টক্কর অর্জুন-পার্থর৷ যদিও পার্থ ভৌমিক বলছেন, গত লোকসভার ভুল আর হবে না এবার৷

২০১৯ লোকসভা নির্বাচনে বারাকপুরের সেই সময়ের সাংসদ দীনেশ ত্রিবেদীকে ১৪ হাজারের কিছু বেশি ভোটে হারিয়ে দিয়েছিলেন অর্জুন সিং৷ সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় দীনেশ ত্রিবেদীকে টিকিট দিতে গিয়ে অর্জুনকে ব্রাত্য করলেও, পরে তৃণমূলকে বুড়ো আঙুল দেখিয়ে বিজেপিতে চলে যান দীনেশ৷ পার্থ ভৌমিক অবশ্য অনেক বেশি আস্থাভাজন দিদির৷ দল পরিবর্তন বা দলের হার, কোনও সম্ভাবনাই দেখছেন না তিনি৷ হাসতে হাসতে বারাকপুরে জোড়াফুল ফোটাবেন, আশায় নৈহাটির বিধায়ক৷
অন্যদিকে, এক ইঞ্চি জমিও ছাড়ার পাত্র নন অর্জুন সিং৷ তিনিও ভোটে জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী৷ তবে কার মুখে শেষ হাসি ফুটবে তা সময়ই বলবে৷