কৃষি প্রধান দেশ ভারতবর্ষের কৃষকদের স্বার্থে যে বিল মাননীয় প্রধানমন্ত্রী পাস করেছে তাতে উপকৃত হবে কৃষকরাই আর সেজন্যই বর্ধমান দক্ষিণ বিধানসভার বিজেপি’র মণ্ডল ভিত্তিক কর্মীদের নিয়ে বৃহস্পতিবার মহা মিছিলের ডাক দিয়েছিল শহর বর্ধমান বিজেপি’র তরফ থেকে। এই মিছিল শুলিপুকুর উত্তর থেকে শুরু হয়ে শেষ হয় কার্জন গেট । মিছিলে প্রতিনিধিত্ব দেন কনভেনার কল্লোল নন্দন ও কনভেনার খোকন সেন।
কৃষি বিলের পক্ষে সমর্থকদের বর্ধমান শহরে বিজেপি’র মিছিল
প্রতীকী ছবি (Photo: iStock)