‘বাংলায় বিজেপির আছে শুধু লেঠেল বাহিনী’

Written by SNS April 11, 2024 11:45 am

শাহর পাল্টা কুণাল, চন্দ্রিমার

নিজস্ব প্রতিনিধি:  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বালুরঘাট সভা থেকে করা মন্তব্যগুলিকে ‘ভিত্তিহীন’, ‘বাংলার স্বার্থবিরোধী’ বলে দাবি করেন তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুনাল ঘোষ৷ বুধবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে শাহের মন্তব্যের পাল্টা জবাব দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যএবং কুণাল ঘোষ৷ “বাংলায় বিজেপি বলে কিছু নেই৷ বিজেপির লেঠেল বাহিনী মাঠে আছে৷ তাই তৃণমূলকে লড়তে হচ্ছে ইডি, এনআইএ, সিবিআই— কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে৷ তৃণমূল বাংলায় ৩০-৩৫ আসন পেতে চলেছে” দাবি কুণালের৷ অমিত শাহকে তীব্র কটাক্ষ করে কুনাল বলেন, “তিনি বালুরঘাটকে বলেছেন বেলুরঘাট৷ বেলুড় মঠের পাশের নৌকার ঘাটকে ভেবেছেন বেলুরঘাট৷ বাংলা জানেন না, বাংলা বোঝেন না বাংলার হয়ে কথা বলতে এসেছেন! ওই বালুরঘাটেও তৃণমূলই জয়ী হবে৷”

চন্দ্রিমাও সুর চড়িয়ে কটাক্ষ করে বলেন, “সাত সকালে উঠে সতেরোটি সভা করার মধ্যে বেশ কিছু করে ফেলেছেন৷ কিন্ত্ত এখনও অভিষেক বন্দোপাধ্যায়ের চ্যালেঞ্জ গ্রহণ করে একটি শ্বেতপত্র প্রকাশ করতে পারলেন না৷ বিজেপি কি করেছে বাংলার জন্য? আবাস থেকে মনরেগার জন্য যেমন অর্থ ব্যয় করেন নি তেমনি জলপাইগুড়ির দুর্গতদের জন্য বাক্যও ব্যয় করেননি৷ এক্স হ্যান্ডেলে কেবল বার্তা দিলে হবে না, একেবারে ‘এক্স ‘ হয়ে যাবে৷ ” শাহের ভাষায়, একজন ভোটার পাঁচটা ভোট আনবেন৷ এই মন্তব্যকেই নিশানা করে চন্দ্রিমা বলেন, “ভোটের মেশিন এমন হয়ে গেলো না তো যে একবার বোতাম টিপলেই পাঁচটা ভোট হয়ে যাবে!”