বিজেপি প্রার্থী ‘ফোর পাস’ সরগরম বর্ধমান পূর্ব লোকসভা

Written by SNS April 12, 2024 1:11 pm

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ১১ এপ্রিল— ‘ফোর পাস’ এই কটাক্ষেই সরগরম বর্ধমান পূর্ব লোকসভা আসন৷ কারণ এই লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিজেপির হরিণঘাটার বিধায়ক ও কবিয়াল অসীম সরকার ক্লাস ‘ফোর পাশ’৷ অন্যদিকে অসীমবাবুর প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী শর্মিলা সরকার পেশায় বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসক৷ আর এই লোকসভাতেই সিপিএম প্রার্থী করেছে শ্রমজীবী পরিবার থেকে রাজনীতির আঙ্গিনায় সদ্য পা দেওয়া নীরব খাঁকে৷ তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক৷ আর এই আবহেই বিজেপি প্রার্থী অসীম সরকারকে নিত্যদিন কটাক্ষের শিকার হতে হচ্ছে৷

ভোটের প্রচারে অসীম সরকারকে তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রতিনিয়ত খোঁচা দিচ্ছে তৃণমূল এবং সিপিএম৷ শুধু মঞ্চ থেকেই নয়, সংবাদ মাধ্যমের সামনেও বিজেপি প্রার্থী অসীম সরকারকে ‘ফোর পাশ’ বলে দাবি করছেন, তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়৷ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল নেতারাও কটাক্ষের বন্যা বইয়ে দিচ্ছেন এই ব্যাপারে৷ এক্ষেত্রে বাদ যাচ্ছেন না সিপিএমের প্রার্থী ও নেতারাও৷ তাঁরাও বিজেপি প্রার্থীর দিকে ‘ক্লাস ফোর পাশ’ শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষ ছুঁডে় দিচ্ছেন৷ বিজেপি প্রার্থীর ‘ফোর পাশ’ শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষ করে পোস্টার পড়া শুরু হয়ে গিয়েছে৷ যদিও বিজেপি প্রার্থী অসীম সরকার তাঁর ‘ফোর পাশ’ শিক্ষাগত যোগ্যতার কথা অস্বীকার করেননি৷

তবে তিনি জানিয়েছেন, ভারতীয় রাজনীতিতে ‘ক্লাস ফোর’ পাস মানেই যে হেলাফেলার তা একদমই নয়৷ তাঁর কথায়, ‘ফোর পাশ’ রাবডি় দেবীই তো বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন৷ বিহারে ‘ফোর পাশ’ প্রচুর মন্ত্রীও রয়েছেন৷ যাঁরা আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষ করছেন, তাঁরা এসব জানেন কি? তিনি আরও বলেছেন, ‘হ্যাঁ আমি ফোর পাশ সার্টিফিকেট দিয়েই বিধায়ক হয়েছি৷’ তবে এটাও সবার জানা দরকার, ‘একজন কবি হতে গেলে শুধুমাত্র প্রথাগত বিদ্যা থাকলেই হয় না৷ এর জন্য আমাকে মাস্টার ডিগ্রি কোর্সের ফিলোজফি ছাড়াও গীতা, মহাভারত, বেদ, পুরাণ, কোরাণ ত্রিপিটক সবই পড়তে হয়েছে৷ আর পড়াশুনা করা আছে বলেই আমি বিশ্বের বিভিন্ন দেশে যেমন যেতে পেরেছি তেমনই ভারতের আইনসভায় যাওয়ার যোগ্য হিসাবেও নিজেকে তৈরি করেছি৷’ শুধু তাই নয়, ‘ফোর পাশ’ এই কটাক্ষে কোনও রকম কান না দিয়ে আইনসভায় যাওয়ার ব্যাপারে পুরোপুরি কনফিডেন্ট বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার৷