• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

‘৩০ এপ্রিল আরও ৫৯ হাজারের চাকরি যাবে’, বিজেপি বিধায়কের দাবি

নিজস্ব প্রতিনিধি— ‘বোমা ফাটানো’র প্রতিযোগিতা চলছে বিজেপি নেতাদের মধ্যে৷ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে ‘বোমা ফাটার’ প্রতীকী হুঁশিয়ারি দিয়েছিলেন৷ তারপর দেখা যায় কলকাতা হাইকোর্টের রায়ে সোমবার প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষকের চাকরি যায়৷ এই নিয়ে রাজ্যজুড়ে জোরদার বিতর্ক শুরু হয়েছে৷ এমনই এক আবহে বিজেপির বাঁকুড়া জেলার ওন্দার বিধায়ক অমরনাথ শাখা জানিয়ে দিলেন, আরও ৫৯

নিজস্ব প্রতিনিধি— ‘বোমা ফাটানো’র প্রতিযোগিতা চলছে বিজেপি নেতাদের মধ্যে৷ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে ‘বোমা ফাটার’ প্রতীকী হুঁশিয়ারি দিয়েছিলেন৷ তারপর দেখা যায় কলকাতা হাইকোর্টের রায়ে সোমবার প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষকের চাকরি যায়৷ এই নিয়ে রাজ্যজুড়ে জোরদার বিতর্ক শুরু হয়েছে৷ এমনই এক আবহে বিজেপির বাঁকুড়া জেলার ওন্দার বিধায়ক অমরনাথ শাখা জানিয়ে দিলেন, আরও ৫৯ হাজারের চাকরি যেতে চলেছে৷

তবে কী পরিপ্রেক্ষিতে বিজেপির এই বিধায়ক এই মন্তব্য করলেন, তা নিয়ে ফের কৌতূহল শুরু হয়েছে৷ বিতর্ক দানা বেঁধেছে নতুন করে৷ ভোটের মুখে প্রকাশ্য সভামঞ্চ থেকে একেবারে সময়সীমা বেঁধে দিয়ে এই বিজেপি বিধায়ক বলেন, আগামী ৩০ এপ্রিল রাজ্যে আরও ৫৯ হাজার মানুষের চাকরি যাবে৷ এখন শুধু সময়ের অপেক্ষা৷ বাঁকুড়ার ওন্দার এই বিধায়ক বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতিরও দায়িত্বে রয়েছেন৷ এর আগে একাধিকবার তাঁর মন্তব্যে বিজেপিকে অস্বস্তির মুখে পড়তে হয়েছিল৷ এক্ষেত্রে ঠিক কী হয়, এখন সেটাই দেখার৷

এদিকে, বিজেপি বিধায়কের এই মন্তব্যের কড়া সমালোচনা করা হয়েছে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে৷ তৃণমূলের দাবি, হাইকোর্টের রায় যাই হোক, তা সবসময়ই স্বচ্ছ এবং পক্ষপাতহীন হওয়া উচিত৷ হাইকোর্ট রায় দেওয়ার আগেই সেই রায় কীভাবে জেনে ফেলছেন বিজেপির বঙ্গ নেতৃত্ব? তলায় তলায় ঠিক কতটা যোগসাজশ রয়েছে? ভারতবর্ষের গণতান্ত্রিক বিচার ব্যবস্থার প্রতি এ এক ভীষণ লজ্জা ছাড়া কিছুই নয়!