• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

দেবাশিসের প্রার্থীপদ বাতিল নিয়ে মুখ খুললেন অভিষেক

খায়রুল আনাম: স্বল্প সময়ের ব্যবধানে বীরভূম লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে আবারও বীরভূম সফরে এলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তিনবারের দলীয় তারকা সাংসদ শতাব্দী রায়কে চতুর্থবারের জন্য বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে কলকাতার সমাবেশে ঘোষণাও করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বীরভূম লোকসভা কেন্দ্রের তারাপীঠে ৩ এপ্রিল দলের কর্মী সম্মেলনে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে

খায়রুল আনাম: স্বল্প সময়ের ব্যবধানে বীরভূম লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে আবারও বীরভূম সফরে এলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তিনবারের দলীয় তারকা সাংসদ শতাব্দী রায়কে চতুর্থবারের জন্য বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে কলকাতার সমাবেশে ঘোষণাও করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বীরভূম লোকসভা কেন্দ্রের তারাপীঠে ৩ এপ্রিল দলের কর্মী সম্মেলনে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে গিয়েছিলেন যে, লোকসভা ভোটের আগে তিনি পুনরায় বীরভূমে আসবেন নির্বাচনী প্রচারে৷ এরপরই ২৩ এপ্রিল বীরভূম লোকসভা কেন্দ্রের হাসন বিধানসভা এলাকার কড়কড়িয়ায় শতাব্দী রায়ের সমর্থনে প্রকাশ্য জনসভা করে যান দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই সভায় তিনি বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে প্রচারে আসা পুলিশের উর্দি ছেড়ে বিজেপিতে আসা প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর কী ভাবে প্রার্থী হতে পারেন, সে প্রশ্ন তুলে বলেন, উনি কোচবিহারের এসপি থাকাকালীন বিধানসভা ভোটে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুলিতে তিনজন সংখ্যালঘু আর একজন রাজবংশি ভোটার মারা যান৷ সেই ঘটনার সিআইডি তদন্ত চলছে৷ আমরা ‘নো ডিউজ’ সার্টিফিকেট দিইনি৷ তাহলে উনি প্রার্থী হন কী ভাবে? এরপর দেখা যায়, ২৫ এপ্রিল নির্বাচন কমিশন দেবাশিস ধরের দাখিল করা মনোনয়নটি বাতিল করে দেয় আইনী প্রশ্নে৷ দেবাশিস ধর কলকাতা হাইকোর্টে গিয়েও স্বস্তি পাননি৷ বিজেপি বীরভূম লোকসভা কেন্দ্রে বিকল্প প্রার্থী হিসেবে দেবতনু ভট্টাচার্যকে সামনে নিয়ে এসে মনোনয়ন জমা দেয় এবং সেটি স্বীকৃতি পেয়েছে৷

এই প্রেক্ষাপটে শনিবার ২৭ এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায় শতাব্দী রায়ের সমর্থনে পুনরায় খয়রাশোলের গোষ্ঠডাঙালে হেলিকপ্টারে নির্বাচনী জনসভায় এসে দেবাশিস ধরের প্রার্থীপদ বাতিল হওয়া নিয়ে যেমন আইনী প্রশ্নকে সামনে আনেন তেমনি আত্মবিশ্লেষণের মধ্যে দিয়ে দেবাশিস ধরের তীব্র সমালোচনা করে তাঁকেই শীতলকুচির চারজন ভোটারকে ‘গুলি করে খুন করার’ জন্য অভিযুক্তও করেন৷ নির্বাচন কমিশন দেবাশিস ধরের প্রার্থীপদ বাতিল করে দিয়ে মানুষের প্রতি যে সুবিচার করেছেন, তারজন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদও জানান৷ এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যে সব নেতাদের ২০২১ সাল থেকে বরখাস্ত করা হচ্ছিল তাঁদের সঙ্গে দেবাশিস ধরকেও বিজেপি স্থান দেওয়ায় বিজেপিকে ধন্যবাদ৷ কারণ, তৃণমূল কংগ্রেস যে আবর্জনা বের করে দিয়েছে, তাকেই স্থান দিয়েছে বিজেপি৷ এটা তৃণমূল কংগ্রেসের পক্ষে ভালো হয়েছে৷ আর দিনের আলোয় কেন্দ্রীয় বাহিনী দিয়ে গুলি করে চারজন বাঙালিকে খুন করার জন্য অভিযুক্ত দেবাশিস ধরের প্রতি যোগ্য বিচার হয়েছে৷

সেইসাথে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেন, মোদির গ্যারান্টি দেখতে পাচ্ছি৷ পনেরো দিনে দু’ বার প্রার্থী বদল৷ মোদির গ্যারান্টিতে বাংলার কৃষ্টি, সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে৷ এঁরা এঁদের জমিদারি বোতাম টিপে মানুষের পাওনা টাকা আটকে দিচ্ছে৷ বাংলার টাকা আটকে দিয়ে দিল্লিতে ২০ হাজার কোটি টাকার করে নিজেদের বাসভবন তৈরী করছে৷ সেইসাথে তিনি বোলপুরে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়িতে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরে ইডি অভিযানেরও নিন্দা করেন৷ সেইসাথে তাঁর দাবি, বাংলায় বিজেপির মাটি আলগা হয়ে যাওয়ার জন্যই এতো সিবিআই, ইডি অভিযানের প্রয়োজন হচ্ছে৷