অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম পুলিশকর্মীর

Written by SNS April 12, 2024 1:45 pm

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ১১ এপ্রিল– বিচারকের চেয়ার ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দিয়ে তমলুক কেন্দ্রের প্রার্থী হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ এহেন এক ‘ভোটপ্রার্থী’র পায়ে হাত দিয়ে প্রণাম করে বসলেন এক পুলিশ অফিসার৷ আর তা নিয়েই তীব্র বিতর্ক শুরু হয়েছে জেলা রাজনীতিতে৷ ভোটের মুখে এমনই এক ছবি ছড়িয়ে পড়ায় বিতর্কে জড়িয়ে পড়লেন তমলুকের এক পুলিশ আধিকারিক৷

জানা গিয়েছে, গত ৩ এপ্রিল ভোট প্রচারে তমলুকে গিয়েছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ আর সেই সময়ই তমলুকের জেলখানা মোড় সংলগ্ন এলাকায় দলীয় প্রার্থীর পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায় তমলুক টেলিকমের আইসি পদে থাকা অবধেশ সিংকে৷ সেই ছবিই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷

আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর৷ জানা গিয়েছে, তমলুক শহরের জেলখানা মোড় সংলগ্ন এলাকায় থাকেন অবধেশ সিং৷ পৈত্রিক বাড়িতেই দীর্ঘদিন ধরে সেখানেই সপরিবারে বসবাস করেন তিনি৷ বছর দু’য়েক আগেই সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন তিনি৷ বর্তমানে জেলা সদর তমলুকের নিমতৌড়িতে জেলা পুলিশ সুপারের অফিসে কর্মরত ওই আধিকারিক৷
ওইদিন প্রচারে এসে জেলখানা মোড় সংলগ্ন বানপুকুর পাড়ে মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান করেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তারপর বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে তিনি জেলখানা মোড়ের দিকে যাওয়ার সময়ই গেরুয়া গেঞ্জি পরিহিত অবধেশ বাড়ির সামনে প্রকাশ্য রাস্তায় বিজেপি প্রার্থীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন৷ এরপর তিনি প্রার্থীকে সাদরে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান৷
সেই সঙ্গে প্রাক্তন বিচারপতির সঙ্গে ওই পুলিশ অফিসার প্রায় ৪৫ মিনিট কথা বলেন বলে অভিযোগ, যা নিয়ে রীতিমতো শোরগোল পডে় গিয়েছে জেলা রাজনীতির অন্দরে৷ যদিও এই বিতর্কের অবসান ঘটাতে আত্মপক্ষ সমর্থনে যুক্তি দিয়েছেন অবধেশ সিং৷ তাঁর দাবি, প্রচারের ফাঁকে বিজেপি প্রার্থীর শৌচালয় ব্যবহারের দরকার পড়েছিল৷ ফলে এলাকার বিজেপি কর্মীরাই তাঁর বাড়িতে এসে সমস্যার কথা জানিয়ে শৌচালয় ব্যবহারের অনুমতি চেয়েছিলেন৷ মানবিকতার খাতিরে তিনি বাড়ির শৌচালয় ব্যবহারের অনুমতি দিয়েছিলেন৷ সেই সঙ্গে বাড়িতে আসা আগন্ত্তককে ছোটরা প্রণাম করছিলেন দেখে তিনিও প্রণামটুকু করেছিলেন৷ ফলে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই৷

এই নিয়ে বিতর্ক থামছেই না৷ তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এমন ঘটনা একেবারেই অবাঞ্ছনীয়৷ যেভাবে একজন পুলিশ অফিসার প্রকাশ্যে ভোট প্রচারে আসা বিজেপি প্রার্থীর পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, তা কোনওভাবেই সন্দেহের ঊর্ধ্বে নয়৷ বিষয়টি নজরে আসতেই প্রতিবাদ করে শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি৷’

যদিও রাজ্যের শাসক দলের এই আক্রমণকে আমল দিতে নারাজ বিজেপি৷ পদ্ম শিবিরের তমলুক সাংগঠনিক জেলা সভানেত্রী তথা বিধায়ক তাপসী মণ্ডল বলেন, ‘ওই সময় আধিকারিক ডিউটিতে ছিলেন না৷ তাই ব্যক্তিগতভাবে গুরুজন হিসাবে তিনি সম্মান দেখিয়ে কাউকে প্রণাম করতেই পারেন৷ তাতে বিতর্ক বা অন্যায়ের কিছু দেখছি না৷’