• facebook
  • twitter
Monday, 15 December, 2025

এক ফোনে ইস্তফা ১১ মন্ত্রীর

মােদির নতুন মন্ত্রিসভার সম্প্রসারণের আগে চারজন পূর্ণমন্ত্রী সহ ১১ জনকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা।

বিজেপি সভাপতি জে পি নাড্ডা (Photo: Twitter/@JPNadda)

মােদির নতুন মন্ত্রিসভার সম্প্রসারণের আগে চারজন পূর্ণমন্ত্রী সহ ১১ জনকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা।

এর মধ্যে রয়েছেন রবিশংকর প্রসাদ, প্রকাশ জাভড়েকর, হর্ষবর্ধন, রমেশ পােখরিয়াল নিশঙ্ক, দেবশ্রী চৌধুরি, বাবুল সুপ্রিয়র মতাে মন্ত্রীরা।

Advertisement

সূত্র মারফত জানা যাচ্ছে, ফোন কল করেই এই ১১ জনকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন বিজেপি সভাপতি। একে একে মন্ত্রীদের ফোন করে নাড়া বলেন। ইস্তফা দেওয়ার জন্য। নাড্ডার সেই ফোনেই রাতারাতি প্রাক্তন হয়ে যান ১১ জন মন্ত্রী।

Advertisement

Advertisement