• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মেদিনীপুরের মানচিত্র থেকেই কি হারিয়ে যাবেন দিলীপ ঘোষ?

নিজস্ব সংবাদদাতা, খড়গপুর, ২২ মার্চ— ২০১৬ সাল৷ বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হন দলের তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ প্রতিপক্ষ দশবারের প্রবীণ কংগ্রেস বিধায়ক জ্ঞান সিং সোহনপাল, চাচা নামেই যিনি খ্যাত৷ খড়গপুর শহরের আপামর জনসাধারণের শ্রদ্ধার চাচাকে যথাযথ সম্মান জানিয়ে দিলীপের বক্তব্য ছিল, আমি খড়গপুর শহরের ইতিহাস বদলাতে আসিনি৷ এসেছি ভূগোল বদলাতে৷

নিজস্ব সংবাদদাতা, খড়গপুর, ২২ মার্চ— ২০১৬ সাল৷ বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হন দলের তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ প্রতিপক্ষ দশবারের প্রবীণ কংগ্রেস বিধায়ক জ্ঞান সিং সোহনপাল, চাচা নামেই যিনি খ্যাত৷ খড়গপুর শহরের আপামর জনসাধারণের শ্রদ্ধার চাচাকে যথাযথ সম্মান জানিয়ে দিলীপের বক্তব্য ছিল, আমি খড়গপুর শহরের ইতিহাস বদলাতে আসিনি৷ এসেছি ভূগোল বদলাতে৷ ইঙ্গিত ছিল চাচার বয়সের দিকে৷ গোপীবল্লভপুরের ছেলে কিন্ত্ত চাচার ইতিহাসকে নির্বাচনে থামিয়ে দিয়ে উন্নয়নের ব্যাটন নিজের হাতে তুলে নিতে পেরেছিলেন৷ খড়গপুরের ভূগোল কতটা তিনি বদলাতে পেরেছিলেন তার বিচারক অবশ্যই খড়গপুরের আওয়াম৷

সেই দিলীপ ঘোষ পরবর্তী সময়ে মেদিনীপুরের সাংসদ হলেন৷ তাঁর দাবি অনুযায়ী রেলের হাত ধরে খড়গপুর শহরে ব্যাপক কর্মযজ্ঞ তিনি করিয়েছেন৷ কিন্ত্ত দল কি দিলীপ ঘোষকে মেদিনীপুরের ইতিহাসে স্থান দিয়ে মেদিনীপুরের ভূগোলের মানচিত্র থেকে তাঁর নাম মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে?

Advertisement

রাজ্যের বিজেপির প্রথম প্রার্থী তালিকায় দিলীপ ঘোষের নাম না থাকায় রাজ্যজুড়ে গুঞ্জন শুরু হয়েছিল৷ সেই গুঞ্জন আরও তীব্র হল শুক্রবার বর্ধমান-দুর্গাপুর আসনে দিলীপ ঘোষের নাম এবং মেদিনীপুরে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের নাম ভেসে ওঠায়৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা বলেন, শেষ মুহূর্তে রদবদল হতে পারে৷ শুভেন্দু ও সুকান্তবাবু দিল্লি যাচ্ছেন৷ শুক্রবার রাত বা শনিবার সকালে প্রার্থীতালিকা চূড়ান্ত হতে পারে৷ মেদিনীপুরের মানচিত্রে এ যাত্রায় দিলীপ ঘোষ টিঁকে গেলেন, নাকি ছিটকে গেলেন, তা জানার জন্য এখন স্রেফ সময়ের অপেক্ষা৷

Advertisement

Advertisement