মহুয়ার কৃষ্ণনগর কেন্দ্র দিয়েই শুরু করবেন প্রচার মমতা

Written by SNS March 27, 2024 11:12 am

নিজস্ব প্রতিনিধি— চোট সারিয়ে লোকসভা ভোটের প্রচারে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই মাসের শেষ দিন অর্থাৎ ৩১ মার্চ মহুয়া মৈত্রের নির্বাচনী কেন্দ্র কৃষ্ণনগর থেকে লোকসভা ভোটের প্রচার শুরু করতে চলেছেন মমতা৷ ওই দিন ধুবুলিয়ায় সভা করতে পারেন তিনি৷ কালীঘাটে নিজের বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট পাওয়ার পরে চিকিৎসকরা তাঁকে বিশ্রাম নিতে বললেও মাথায় ব্যান্ডেজ নিয়েই বাড়ির বাইরে পা রেখে প্রশাসনিক কাজকর্ম সামলেছেন তিনি৷ আগামী রবিবার থেকে পুরোদস্তুর রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ভোটের ময়দানে নেমে প্রচার শুরু করবেন তিনি, তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের হয়ে৷

এর আগে কৃষ্ণনগরে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তখন অবশ্য কোনও দলই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি৷ তবে মহুয়া মৈত্রই যে কৃষ্ণনগর প্রার্থী হবেন, সেই আভাস পাওয়া গিয়েছিল সংসদ থেকে মহুয়া মৈত্রকে বহিষ্কারের পর থেকেই৷ ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ তোলার জন্য সংসদে অভিযুক্ত মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের সভা থেকে বলেছিলেন, এদের কী বু্দ্ধি! মহুয়াকে ভোটের তিন মাস আগে তাড়াচ্ছে৷ ও তো আবার ভোটে জিতবে৷ তখন থেকেই বোঝা গিয়েছিল চব্বিশের লোকসভা নির্বাচনে মহুয়াকেই টিকিট দেবেন মমতা৷ প্রত্যাশামতোই ব্রিগেডে কৃষ্ণনগরের প্রার্থী হিসেবে মহুয়া মৈত্রের নামই ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরে মহুয়া মৈত্রের বাড়িতে সিবিআই তল্লাশি চালিয়েছে৷ এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ৩১ মার্চ মহুয়া মৈত্রের হয়ে লোকসভা ভোটের প্রচার শুরু করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷ এই কেন্দ্রে মহুয়ার প্রতিপক্ষ হিসেবে বিজেপি প্রার্থী হয়েছেন কৃষ্ণনগর রাজবাড়ির ‘রানি’ অমৃতা রায়৷ ফলে এই কেন্দ্র নিয়ে আলোচনা শুরু হয়েছে৷

কৃষ্ণনগরে ভোট হবে চতুর্থ দফায় অর্থাৎ ১৩ মে৷ কিন্ত্ত মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের জন্য প্রচার শুরু করবেন কৃষ্ণনগর কেন্দ্রে মহুয়া মৈত্রকে দিয়ে৷ যাঁকে নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক তরজা তুঙ্গে৷ কিন্ত্ত তাঁকে দিয়ে লোকসভা ভোটের প্রচার শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিতে চাইছেন, যে কোনও চ্যালেঞ্জ তিনি প্রস্তুত তিনি৷ অন্যদিকে কৃষ্ণনগরে মতুয়া ভোট ব্যাঙ্ক রয়েছে৷ এনআরসি চালুর বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে মতুয়া ভোট বিজেপি ও তৃণমূল নিজেদের ঝুলিতে আনার জন্য তৎপর হয়ে উঠেছে৷

মহুয়ার নির্বাচনী প্রচারে গিয়ে মোদির প্রার্থীকে রুখতে মতুয়াদের কী বার্তা দেন মমতা, সেদিকে লক্ষ থাকবে সবার৷ —ফাইল চিত্র