‘ভোটের দিন থাকবে ভ্রাম্যমাণ রাজভবন’, জানালেন রাজ্যপাল

Written by SNS March 17, 2024 3:22 pm

নিজস্ব প্রতিনিধি— গত পঞ্চায়েত ভোটের বিষয় স্মরণ করিয়ে লোকসভা ভোটের জন্য সতর্ক করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ এদিন তিনি জানালেন, -‘ভোটের সময় হিংসা রুখতে তিনি গোটা রাজভবনকেই নামিয়ে আনবেন বাংলার পথে৷ বাংলার ভোটে পাহারা দেবে ‘ভ্রাম্যমান রাজভবন’৷ আমি ‘জন রাজভবন‘ বা ‘ভ্রাম্যমাণ রাজভবন’ হিসেবে রাস্তায় ঘুরব৷ ওইদিন সকাল ৬ টা থেকে থাকব রাস্তায়৷ ‘‘রাজ্যপাল জানিয়েছেন, ভোটে যাতে বাংলায় কোনও হিংসা না হয়, তা দেখতেই পথে থাকবেন তিনি৷

শনিবার গোটা দেশে লোকসভা ভোটের ঘোষণা হয়েছে৷ রাজ্যে ইতিমধ্যেই এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী৷ ভোটের নিরাপত্তা নিয়ে এই আলোচনার মধ্যেই বাংলার রাজভবনের তরফে জারি করা হয়েছে এই বিবৃতি৷ এক বছর আগে হওয়া পঞ্চায়েত ভোটের কথা মনে করিয়ে দিয়ে সেই বিবৃতিতে একরকম হুঁশিয়ারি দিয়েই রাজ্যপাল বলেছেন, ‘‘মানুষের রক্ত নিয়ে রাজনীতির হোলি খেলা যাবে না৷’’ রাজ্যপাল স্পষ্ট করে দিয়েছেন, হিংসা রুখতেই বাংলার পথে পথে পাহারা দেবেন তিনি৷ রাজ্যপাল বলেছেন, ‘‘আমি মূলত গুরুত্ব দেব দু‘টি বিষয়ে৷ প্রথম হল হিংসা এবং দ্বিতীয় দুর্নীতি বন্ধ করা৷ আমি মানুষের ধরাছোঁয়ার মধ্যে হাজির থাকব৷ পঞ্চায়েতের আগেও বলেছি, এখনও বলছি, মানুষের রক্ত নিয়ে রাজনীতির হোলি খেলা যাবে না৷

‘‘রাজভবনের তরফে জানানো হয়েছে, ভোটের সময় রাজ্যপালের এই পথে পথে ঘুরে তদারকিরই নাম দেওয়া হয়েছে ‘ভ্রাম্যমান রাজভবন’ বা ‘জন রাজভবন’৷ শনিবার অবশ্য এর পাশাপাশি রাজভবনের তরফে আরও একটি নতুন পরিকল্পনার কথা জানানো হয়েছে৷ যার নাম রাজ্যপালের ‘জল দর্শন’৷ বাংলায় প্রচুর উপকূলবর্তী এলাকা আছে৷ সেই সমস্ত উপকূলবর্তী এলাকা বছরভর জল সফরে ঘুরে দেখবেন রাজ্যপাল বোস৷ রাজভবনের বিবৃতিতে রাজ্যপাল লিখেছেন, ‘‘উপকূলবর্তী মানুষের জীবনধারণ অন্যদের থেকে আলাদা৷ আমি কোনও উদ্দেশ্য ছাড়া আগেও তাঁদের সঙ্গে দেখা করেছি৷ তাঁদের কথা শুনেছি৷ ভবিষ্যতেও তাই করব৷ আমার এই ধরনের সফর চলবে৷ এ বার থেকে আমার বাংলা সফর এবং বাংলাকে আরও ভাল করে জানার মাধ্যম হবে এই ‘জল দর্শন’৷ সরকারি কর্মচারীদের বলব, অফিসে বসে থাকবেন না৷ এলাকায় যান৷ আপনারা সিভিল সার্ভেন্ট৷ বাংলাকে নতুন ভাবে পরিচালনা করুন৷’’ এখন দেখার রাজ্যপাল কি করেন ভোটের দিন?