ধানবাদের সিএমডির বাংলো সহ জেলা প্রশাসনের বাংলোতেও দোল উৎসব পালিত

Written by SNS March 27, 2024 11:53 am

অজয় মুখোপাধ্যায়, ধানবাদ, ২৬ মার্চ— ‘রং বরসে চুনরবালী…, রং বরসে… ‘এই গানটি না বাজলে যেন দোল উৎসব মানায় না৷ দোল উৎসব মানেই এই সঙ্গীত এর শুর কানে আসা চাই৷ আর কানে আসার সাথে সাথে সুপারস্টার অমিতাভ বচ্চন ও রেখার নৃত্যের দৃশ্য চোখে ভাসতে থাকে৷ আর সকলে আনন্দে উল্লাসিত হয়ে আবির ও রং উড়াতে উড়াতে নৃত্য করতে থাকে৷ হালকা মেঘের তলায় হালকা রৌদ্রে দোল উৎসবে ‘রং বরসে চুনর বালী…’ ছবিটা ধানবাদের বিসিসিএল এর সিএমডি সমীরন দত্তের বাংলো তে ধরা পড়ল৷ তবে শুধু এখানেই নয়, ধানবাদের জেলা শাসক মাধবী মিশ্রা ও পুলিশ প্রশাসনের এসএসপি পি জনার্দন-এর বাংলো তেও একই দৃশ্য দেখা গেল৷ এই দোল উৎসব মানেই এক মিলন সভা৷ মিলন স্থল৷ খোলা মনে ও আন্তরিকতায় ভরা এক মিলন সমারোহ৷ আবির ও রং লাগিয়ে এক অন্যকে আলিঙ্গন করা এক সম্পর্ক গডে় তোলার হাত ছানি দেয়৷ মনের মধ্যে কিন্ত্ত পরন্ত্ত বা কোন রকম মান অভিমান রাগ অনুরাগ রাগ বিরাগ বা অতীত তের কোন জমে থাকা রাগ সব আজ দোলের রং এ ধুয়ে মুছে যায়৷ সেটা এই দোল উৎসবের মিলন স্থলেই ঘটে৷ সকলের তাই মতামত৷ ধানবাদের সিএমডি সমীরন দত্তের বাংলো তে কয়লা খনির বিভিন্ন এরিয়ার ও কয়লা ভবনের উছ পদস্থ অফিসাররা ও তাদের পরিবারের সকলে আজ উপস্থিত ছিলেন৷ সকলে দোল খেলায় মেতে ওঠে৷ এক অন্যকে রং ও আবির দিয়ে আলিঙ্গন করে, হাত মেলায়৷ অন্য দিকে সঙ্গীত মঞ্চ থেকে দুই গায়ক গায়িকার কণ্ঠে দোল উৎসবের মধুর সঙ্গীত অন্য মাত্রা এনে দেয়৷

সংগীতের তালে তালে সকলে নাচতে থাকে৷ বিসিসিএল এর ডিরেক্টর পার্সোনাল মুরলী কৃষ্ণ রামাইয়া মধুর সঙ্গীত শোনান৷ এছাড়াও মঞ্চে অন্যান্য অফিসার রাও নিজের কলা প্রস্তুতি দেন৷ সিএমডি-র স্ত্রী সহ দীক্ষা মহিলা মণ্ডলের সভাপতি মিলি দত্ত সমস্ত সঙ্গীদের নিয়ে আবির ও রং খেলায় মেতে ওঠেন৷ সব মিলে এই দোল উৎসবের মিলন স্থল এক অন্য মাত্রা এনে দেয়৷ সকলের অনুরোধে সিএমডি সমীরন দত্ত ও তাঁর স্ত্রীমিলি দত্ত, ডিরেক্টর পার্সোনাল মুরলী কৃষ্ণ রামাইয়া ও তাঁর স্ত্রী পুরবিতা রামাইয়া, জিএম (পি অ্যান্ড আই আর) বিদু্যৎ সাহা ও তাঁর স্ত্রী ইন্দ্রাণী সাহা অসাধারণ নৃত্য পরিবেশন করেন৷ অনুষ্ঠানের মাঝে বিসিসিএল এর সিএমডি সমীরণ দত্ত সাংবাদিকদের বলেন, আমাদের আজকের এই দোল উৎসব সকলের আনন্দের দিন৷ ভগবানের কাছে প্রার্থনা করি বিসিসিএল ও ধানবাদ বাসীর অনেক উন্নতি হোক৷ সকলের মনে আনন্দের জোয়ার আসুক৷ সকলে নিজের নিজের রাগ ক্রোধ ভুলে গিয়ে এক অন্যের সাহায্য করুক৷ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ধানবাদ বিকাশের পথে চলছে৷ সকলে নিজের নিজের দায়িত্ব পালন করুক৷ আমরা সকলের কাছে সহযোগিতা পাচ্ছি৷ সকলের আনন্দে দিন কাটুক৷ ছবি—চন্দন পাল