তৃণমূলের ক্রিকেটের জবাবে দিলীপের ফুটবল

Written by Subhash Pal April 5, 2024 12:06 pm

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ৪ এপ্রিল — গত লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর আসনটি দখলে ছিল বিজেপির৷ এবার ওই আসনে বিজেপির হেভিওয়েট প্রার্থী মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ৷ আর আসন দখলে রাখার দাবি জানিয়ে দেখিয়ে দিচ্ছেন কি করে মানুষকে আকৃষ্ট করতে হয়৷ প্রচারে বের হয়ে চোখা চোখা বক্তব্য রেখে সকলের নজরে আসার চেষ্টা করছেন৷ তার মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস এর কীর্তি আজাদ এর তোলা প্রশ্নের জবাবও দিচ্ছেন৷ আবার কীর্তি আজাদ ক্রিকেট খেললেও তিনি নেমে পড়ছেন ফুটবল মাঠে৷ ফলে আক্রমণ প্রতি আক্রমনে জমজমাট এখন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের ভোট প্রচার৷

১৮তম লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির হেভিওয়েট প্রার্থী এবার দলের মনোনীত দিলীপ ঘোষ৷ বিরোধী বাম এবং তৃনমূল কংগ্রেস এর সঙ্গে পাল্লা দিয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে জয়ের ধারা অব্যাহত রাখতে দাবি দিলীপ ঘোষের৷ সকাল থেকে রাত পর্যন্ত তার নির্বাচন ক্ষেত্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়াচ্ছেন৷ কোথাও তিনি প্রাতঃ ভ্রমণে তো কোথাও চায়ের দোকানে বসে ভোটারদের সঙ্গে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন৷ পায়ে হেঁটেও চলছে নির্বাচনী কর্মসূচি৷ দলের পক্ষ থেকে বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রচারেও তাদের প্রতিযোগিতা চলছে৷ আর সেটা চলছে খোদ বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এর নির্দেশে৷ যেখানে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ক্রিকেট মাঠে ব্যাট করে ছক্কা হাঁকাচ্ছেন, তখন দিলীপ ঘোষ স্কুল মাঠে ফুটবলও খেলছেন৷ দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন৷ সব সময় তার সঙ্গে থাকছেন জেলা সভাপতি অভিজিৎ তা থেকে শুরু করে অঞ্জন মুখার্জি, সন্দীপ নন্দীদের মতো নেতারা৷ ঘুরে ঘুরে দিনভর তিনি মানুষের অভাব অভিযোগ শুনছেন৷ ভোটের প্রচারে এই দৃশ্য চোখে পড়ছে বিভিন্ন গ্রামে৷

সকাল সকাল দিলীপ ঘোষকে দেখা যাচ্ছে টাউনহল ও শহরের কয়েকটি স্কুলের মাঠে প্রাতঃভ্রমণ করতে৷ সেখান থেকে বিভিন্ন রাস্তার মোডে় চায়ের দোকানে বসে জনসংযোগ করছেন৷ তারপর তিনি সোজা চলে যাচ্ছেন বিভিন্ন পৌরসভা ও পঞ্চয়েত এলাকায়৷ সব সময় তার ছায়া সঙ্গি হিসাবে থাকছেন বর্ধমান সদর জেলা সভাপতি অভিজিৎ তা৷ কখনো থাকছেন বিধায়ক লক্ষ্মন ঘড়ুই সহ অন্যান্য নেতৃত্ব৷ ছোট ছোট জনসভায় ভাষণ দিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় প্রতিপক্ষের বিরুদ্ধে রীতিমত চাঁচাছোলা ভাষায় আক্রমণ হানছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ৷ কেন সাধারণ মানুষ বিজেপিকে ভোট দেবেন সেই বিষয়গুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন৷ সংগঠন ঠিকঠাক রাখতে কর্মীদের নিয়ে বৈঠকে বসছেন৷ গ্রামের লোকজন দের নিয়ে চা-চক্রে মিলিত হচ্ছেন৷

তবে শুরু থেকে যে ভাবে বিরোধী দলের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন, সেখান থেকে একচুলও নডে়ননি তিনি৷ এই বক্তব্য বিজেপি নেতারা যেমন বলছেন একই সঙ্গে বলছেন তৃণমূল নেতৃত্ব৷ ফলে দুপক্ষের সমানে সমানে টক্কর চলছে বলে দাবি রাজনৈতিক মহলের৷ এদিন বর্ধমান শহরের অদূরে অতি প্রাচীন ঐতিহাসিক কঙ্কালেশ্বর কালীমন্দিরে পুজো দেন৷ শহরের ২৪ নম্বর ওয়ার্ডে ওই মন্দির৷ যে এলাকা তৃণমূল কংগ্রেসের দাপুটে বিধায়ক খোকন দাসের৷ আর সেখানে দাঁডি়য়ে তৃণমূল কংগ্রেস ও তাদের প্রার্থীর বিরুদ্ধে তোপ দাগেন৷ বলেন মোদির জন্য আর উন্নয়নের জন্য ভোট চাইছি৷ তৃনমূল প্রার্থীকে আক্রমণ করতে গিয়ে বলেন তৃণমূল এর প্রার্থী বাংলার মা বোনেদের ভাষা বোঝেন না৷ বিহারের বাসিন্দা বলে কটাক্ষ করে বলেন এমন হার হারাবো যে আর ভোটে দাঁড়াবেন না৷ দিলীপ ঘোষ তৃণমূল এর বিরুদ্ধে ভোট লুট, গায়ের জোরে নির্বাচন করানোর মতো অভিযোগ তুলেছেন৷ আর সুর চডি়য়ে বলেন দিলীপ ঘোষই পারেন একমাত্র পারে পশ্চিমবঙ্গে দাদাগিরি করতে, সেটাই আমি করবো৷ পরক্ষণেই বিনীত ভাবে বলেন আমি মেদিনীপুর থেকে এসেছি এখানকার লোকের সেবা করতে৷ দলের গোষ্ঠী দ্বন্দ্বের জন্য নয়, দলের নির্দেশ মেনে এখানে প্রার্থী হয়েছি৷ বিরোধীদের এই কটাক্ষের জবাব দেন তিনি৷ সাধারণের অধিকার ফেরানোর ডাক দিচ্ছেন তিনি৷