ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য রাজ্য সরকারের টাকা আটকে রাখবেন না

Written by SNS April 6, 2024 12:26 pm

কমিশনের কাছে আবেদন মমতার

নিজস্ব প্রতিনিধি — উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের খবর পেয়ে রবিবার থেকে সেখানেই রয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রবিবার কালবৈশাখীর ঝড়ে জলপাইগুড়ি, ধূপগুড়ি, মযনাগুড়ির বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ঝড়ের দাপটে ভেঙে গিয়েছে পাঁচ হাজার বাড়ি৷ ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে চায় রাজ্য সরকার৷ কিন্ত্ত ভোট ঘোষণা হওয়ার পরে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাওয়ার জন্য এখন সরাসরি কোনও কাজ করতে পারবে না রাজ্য সরকার৷ শুক্রবার আলিপুরদুয়ারের সভা নির্বাচন কমিশনের কাছে মুখ্যমন্ত্রী আবেদন করেন, ঝড়ে ক্ষতিগ্রস্তদের টাকা আটকে রাখবেন না৷ ঝড়ে পাঁচ হাজার বাড়ি ভেঙে গিয়েছে৷ সেই বাড়ি মেরামতির টাকা রাজ্য সরকার দেবে, আপনারা সেটা ক্লিয়ার করে দিন৷ বিজেপির কথায় প্ররোচিত হয়ে অশ্রয়হীনদের বাড়ি আটকে রাখবেন না৷

মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ভোট না থাকলে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে যাঁদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে, তাঁদের ঘরবাড়ি বানিয়ে দিতাম৷ এক সেকেন্ডও লাগত না৷ এই কথার মাধ্যমে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, রাজ্যের টাকায় আশ্রয়হীনদের বাড়ি সারানোর অনুমতি দিক নির্বাচন কমিশন৷ তা না হলে শেষ দফার ভোট সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মানুষরা কীভাবে থাকবেন? মমতার যুক্তি, আবাস যোজনায় রাজ্যের যে এগারো লক্ষ উপভোক্তা ছিল, তাদের মধ্যে ঝড়ে ক্ষতিগ্রস্ত পাঁচ হাজার জনের বাড়িও ছিল৷ কেন্দ্র টাকা আটকে না রাখলে ওই মানুষদের বাড়িও পাকা হতে যেত৷ তাদের প্রাকৃতিক দুর্ঘটনায় আশ্রয়হীন হতে হত না৷

আগামী উনিশ এপ্রিল উত্তরবঙ্গে লোকসভা ভোটের প্রথম পর্ব থাকছে৷