ভালবাসা
সৌমেন্দ্র মুখোপাধ্যায়
টিটুই টিটুই ডাকছে পাখি
আড়াল হয়ে ডালে,
রোদ ঝলমল খুশির মজা
সোনালি সক্কালে।
Advertisement
দুল পরেছে ঝুমকোলতার
বাগানবিলাসিনী,
জুঁই, মালতী, কাঠচাঁপালি
গন্ধে আমোদিনী।
Advertisement
গালচে পেতে সবুজ ঘাসে
ডাকছে, ওরে আয়,
পথ গিয়েছে ডাইনে বাঁয়ে
অচিনপুরের গাঁয়।
অচিনপুরের বাতাস জুড়ে
ঘুরছে ভালবাসা,
ভালবাসায় হৃদয় ভরে
থাকবো সবাই খাসা।
বিকেল
সুশান্ত সেন
রকম রকম গানের সাথে
রকম রকম ছড়া
শুনতে ভালো বলতে খাসা
সবই যে মনগড়া।
নানান রকম ভাজার সাথে
তেল মাখানো মুড়ি
খেতে দারুণ মজা রে ভাই
সঙ্গে ভাজা ঝুরি।
বিকেল হলেই মাঠে মাঠে
ছেলে-মেয়ের দলে
গানের মজা মুড়ির মজা
পায় দেখি সকলে।
তোমরা সবাই অবাক হবে
দেখবে মাঠটা জুড়ে
হলুদ বিকেল খেলায় মাতে
পড়ন্ত রোদ্দুরে।
বলে দিয়ো
অপূর্বকুমার কুণ্ডু
সেই যে ছেলেটা স্বপ্ন কুড়িয়ে একা একা পথ হাঁটে,
তাকে কেউ চেনো? বলোতো তোমরা থাকে কোন তল্লাটে?
রুখু চুলে তার কপালটা ঢাকা, ছুটে চলে খালি পায়,
পথে পথে শুধু স্বপ্নটা খোঁজে, কীসের স্বপ্ন চায়?
স্বপ্ন কুড়োতে কুড়োতে ছেলেটা বলে আমি আরো চাই,
স্বপ্ন কুড়িয়ে হারাবো যে আমি এই চেনা পথটাই।
বুক জুড়ে তার আগামীর ছবি, ইচ্ছেও আছে ঢের,
অভাবটা তার বাঁচার জন্যে মুঠো মুঠো স্বপ্নের।
ওই ছেলেটাকে যদি খুঁজে পাও, তবে বলে দিয়ো তাকে—
স্বপ্ন কুড়িয়ে আমার জন্যে কিছু স্বপ্ন সে রাখে।
গাছ বসাতে আয়
দিলীপকুমার পাত্র
আয় রে হারুন আয় রে হাবুল
গাছ বসাতে আয়
ধরিত্রীকে করতে সবুজ
থাক তোদেরই সায়।
আয় রে রহিম আয় রে রতন
গাছ বসাতে আয়
উষ্ণায়ন ভুলতে আয় রে
গুটি গুটি পায়।
আয় রে বাস্কে আয় রে বাদল
গাছের নিবি যত্ন
সবুজ ছাড়া ত্রিভুবনে
আর কী আছে রত্ন?
আয় রে খোকা আয় রে খুকু
আয় রে কচিকাঁচা
বিপর্যয়ের বিপদ থেকে
জীবকুলকে বাঁচা।
আয় রে সোরেন আয় রে সোহেল
গাছ বাঁচাতে আয়
সবুজ ছাড়া এই দুনিয়ায়
আমরা নিরুপায়!
আয় রে জোয়ান আয় রে কিষাণ
গাছ বসাতে আয়
দূষণ বায়ু ভুলতে তবে
থাক সবারই দায়।
প্রার্থনা
অভিজ্ঞান দাস
বিদ্যাদেবী বিদ্যাদেবী
চাই না কিছু আর,
পড়াশোনা করতে গেলে
খাই না যেন মার।
ছোট্ট একটা মাথা
আর বিষয় কতগুলো,
মনে রাখার মন্ত্র কিছু
তুমি আমায় বলো।
সত্যাচারে অত্যাচারে
কাটছে ছেলেবেলা,
বড় হয়ে জন্ম নিলে
বুঝিয়ে দিতাম ঠ্যালা।
ডাক্তার আর ইঞ্জিনিয়ার
সবাই যদি হবে
দেশের আরও বাকি কাজ
চলবে কমেন ভাবে?
আদর্শ এক মানুষ হব
এইটুকু আব্দার,
দু-চার পাতা কম পড়লে
কিছুই হবে না ছারখার।
Advertisement



