• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কবিতা গুচ্ছ

আসছে উমা বছর পরে আনন্দ তাই সবার ঘরে। নদীর বুকেও ঢেউয়ের মেলা কচিকাঁচারা সব করে খেলা। মণ্ডপে আজ ভিড় জমেছে সাজাগোজায় মন মজেছে। হিংসা বিবাদ বিভেদ ভুলে হাসছে কেমন পরাণ খুলে— এমন দিনের পাব দেখা সেই আশাতেই বেঁচে থাকা।

কাল্পনিক চিত্র

পরী
সায়নী সাহা

সাদা মেঘে ভেসে কোনো পরী এসে
যদি পাশে বসে মোর।
চেয়ে নেবো আমি সবচেয়ে দামি
লাখো লাখো খুশি ভোর।
ভোররাতে উড়ে হয়ে ভবঘুরে
যেথা খুশি যাবো চলে।
পুবে উষা এলে গান দেবো ঢেলে
পাড়ি দেবো দলে দলে।
মনে সুখ নিয়ে ভিন দেশে গিয়ে
মেলবো যে দুই ডানা
শাসনের ভিড়ে হতাশাকে ঘিরে
থাকবে না কোনো মানা।
বলাকার মতো রোজ অবিরত
রোদ মেখে নেবো ঠিক।
বাতাসেতে জুড়ে কূজনের সুরে
সাজবে যে দশ দিক।
দিন রাত ভাবি এইটুকু দাবি
কোনো পরী শোনে যদি
বেড়ি ছিঁড়ে তবে ফাঁকি দিয়ে সবে
পেরোবো যে শত নদী।

Advertisement

 

Advertisement

বর্ষাদিন
রবীন বসু

আকাশ জুড়ে মেঘের ঘটা
কালো মেঘের ঢল
বর্ষারানি সাজছে এবার
ঢালবে মাথায় জল।
হুড়ুম দুড়ুম শব্দ আসে
মেঘের কোলে আলো
বাজ পড়েছে কোথায় যেন
গাছটা পুড়ে কালো।
আকাশ ভেঙে বৃষ্টি নামে
ভিজছে পথের কুকুর
জলে ডুবে হবে এবার
পুকুর যে টই-টম্বুর।
বর্ষাদিনে খোকাখুকুর
মনে খুশির ঢেউ
রেনি-ডেতে ছুটি হবে
বকবে না তো কেউ!

 

সদাই সামনে ভূত
প্রতিভা সিংহ রায়

অদ্ভুতুড়ে ভূতগুলো সব
থাকে আশেপাশে
যখন তখন ভয় দেখিয়ে
হাহা-হিহি হাসে।

বেলগাছেতে পা ঝুলিয়ে
বসে ব্রহ্মদত্যি
পেলাম না বেল, তাকে দেখে
উঠল জ্বলে পিত্তি।

ইচ্ছে হলো, মাঠে গিয়ে
একটু খেলে বেড়াই,
হলো না তা, সেখানে যে
চলছে ভূতের লড়াই।

সাঁতার কাটতে জলে নেমে
পায়ে পড়ল টান
জোলো ভূতে এবার নাকি
নিয়ে নেবে প্রাণ।

সবখানেতেই ভূতেরা সব
আমার সামনে এসে
তাড়িয়ে বেড়ায়, কোনো কাজই
হয় না আমার শেষে।

 

বোশেখ দুপুর
প্রভাত সরকার

লু ভরপুর
বোশেখ দুপুর।
তবুও খুকি
দিচ্ছে উঁকি
খিড়কি দোরে।
এক দৌড়ে
ঘোষ বাগানে
আমের টানে।
বকবে ঠামা
বলবই না।
জমবে টিফিন
গোটা দুই তিন
হলেই ডাঁসা
টিফিন খাসা।

 

উল্লাস
দীপঙ্কর সরকার

আসছে পুজো আসছে রে ভাই
ঢ্যাং কুড়া কুড় বাদ্যি বাজে তাই।
কাশবনে ওই লাগল দোলা
এমন খুশি যায় না ভোলা।
শরৎরানি খুব সেজেছে
সবার মনে রং ধরেছে।
আসছে উমা বছর পরে
আনন্দ তাই সবার ঘরে।
নদীর বুকেও ঢেউয়ের মেলা
কচিকাঁচারা সব করে খেলা।
মণ্ডপে আজ ভিড় জমেছে
সাজাগোজায় মন মজেছে।
হিংসা বিবাদ বিভেদ ভুলে
হাসছে কেমন পরাণ খুলে—
এমন দিনের পাব দেখা
সেই আশাতেই বেঁচে থাকা।

Advertisement