• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

কবিতা গুচ্ছ

ভূত নিয়ে ছেলেখেলা নয় মোটে খিল্লি গোটা চার ভূত আছে দেখো গিয়ে দিল্লি। আর চার ভূত আছে বোম্বের ডোবাতে রাত হলে বের হয় যাত্রা শোভাতে।

কাল্পনিক চিত্র

তোর জন্য
কৌশিক বন্দ্যোপাধ্যায়

তোর জন্য আকাশ আঁকি বাতাস ছড়াই প্রাণে
তোর জন্য আলোয় মেখে সুর বেঁধেছি গানে।

Advertisement

তোর জন্য সবুজ মাঠ গাছের বেড়ে ওঠা
তোর জন্য উঠোন জুড়ে ফুলের মত ফোটা।

Advertisement

তোর জন্য বনের পাখি দূরকে রাখি কাছে
তোর জন্য মুক্ত ডানা প্রাণের ঘরে বাঁচে।

তোর জন্য কিচির মিচির মস্ত খেলার মাঠে
তোর জন্য শেকল ভাঙা সকাল-বিকেল কাটে।

তোর জন্য স্বপ্ন দেখি লিখি উড়ান কথা
তোর জন্য পরাণ ভরে রচি তরুলতা।

তোর জন্য ভালোবাসা কুটির নিয়ে থাকি
তোর জন্য মেঘের মত একটা আকাশ আঁকি।

 

পুজোর ধুম
বিদ্যুৎ মিশ্র

বারো মাসে তেরো পার্বণ
লেগেই আছে পুজো
পুজোর চাপে পুরুতঠাকুর
হলেন এবার কুঁজো।
বৈশাখেতে হালখাতা সেই
গণেশ লক্ষ্মী দিয়ে
কার্তিক মাসে কার্তিক ঠাকুর
চলছে পুজো নিয়ে।
মধ্যিখানে আরও আছেন
দুর্গা কালী সরো
বিভেদ ভুলে আনন্দে তাই
সবার পুজো করো।
পুজো মানেই ঢাক কুড়া কুড়
বাদ্যি যখন বাজে
দুঃখ ভুলে এই ক’টা দিন
সবাই নতুন সাজে।

 

স্বপ্নময় ভূত
গীতশ্রী সাহা

পূর্ণিমাতে গভীর রাতে জানলা খুলে দেখি
গোঁসাই বাড়ির তালবাগানে বাজনা বাজে একি!
গাছের মাথায় বাঁশি বাজায় স্কন্ধকাটার পুত
তারই তালে দুলিয়ে কোমর নাচছে ঢ্যাঙা ভূত।
কাদাভরা ডোবার পাশে বসছে বিয়ের আসর
পাত্র মামদো পাত্রী পেত্নী নিশি সাজায় বাসর।
ব্রহ্মদৈত্য দেখে আমার চক্ষু ছানাবড়া
তিনিই দেখি বিয়ের পুরুত মেজাজটা তাঁর কড়া।
শাকচুন্নি রাঁধছে বসে পায়ে জ্বলছে আগুন
গুনগুনিয়ে গান করে সে আজকে ভরা ফাগুন।
ভয়ে ভয়ে কপাট এঁটে বসে রইলাম সেঁটে
দেখে ভূতের কর্মকাণ্ড বুদ্ধি গেল ঘেঁটে।
হঠাৎ দেখি কান মলে কেউ ধাক্কা দিচ্ছে যেন
মা বলছে ঘুমের ঘোরে চেঁচাইতেছ কেন?

 

ভূত নিয়ে ছেলেখেলা
তীর্থঙ্কর সুমিত

ভূত নিয়ে ছেলেখেলা
নয় মোটে খিল্লি
গোটা চার ভূত আছে
দেখো গিয়ে দিল্লি।

আর চার ভূত আছে
বোম্বের ডোবাতে
রাত হলে বের হয়
যাত্রা শোভাতে।

খালি বলো কলকাতা
ভূতেদের আড্ডা
ফের যদি বলো তুমি
দেবো তবে গাঁট্টা।

 

কদর
অরুণ গুপ্ত

কথায় কথায় উপমা টানা
কাজটা মোটেই সহজ নয়
সঠিক স্থানে করলে প্রয়োগ
বাহবা কুড়াবে নিশ্চয়।
রামকৃষ্ণ পরমহংস
তাঁর কথাটাই আসে মনে
উপমা ছিল ঠোঁটের আগায়
কদর দিত বিদ্বজ্জনে।

Advertisement