• facebook
  • twitter
Sunday, 27 April, 2025

মানসিক অবসাদ থেকেই মেট্রোয় আত্মঘাতী যুবক! খতিয়ে দেখছে পুলিশ

মানসিক অবসাদ থেকেই মেট্রোর সামনে ঝাঁপ আত্মহত্যা যুবকের! সোমবার সন্ধ্যায় এসপ্লেনেড স্টেশনের মর্মান্তিক দুর্ঘটনাকে ঘিরে এমনটাই অনুমান পুলিশের।

ফাইল চিত্র

মানসিক অবসাদ থেকেই মেট্রোর সামনে ঝাঁপ আত্মহত্যা যুবকের! সোমবার সন্ধ্যায় এসপ্লেনেড স্টেশনের মর্মান্তিক দুর্ঘটনাকে ঘিরে এমনটাই অনুমান পুলিশের। সোমবার ব্যস্ত সময়ে এসপ্লেনেড মেট্রো স্টেশনে দক্ষিণেশ্বরগামী ট্রেনের সামনে ঝাঁপ দেন নরেন্দ্রপুরের বাসিন্দা কার্ত্তিক দাস নামে বছর সাইত্রিশের এক যুবক। তাঁকে উদ্ধার করে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে।

অন্যদিকে মৃতের নাম পরিচয় জানতে মৃতের মোবাইল এবং মানি ব্যাগ খতিয়ে দেখেন। তখনই দেখা যায়, মৃত কার্ত্তিক নরেন্দ্রপুরের বাসিন্দা। সেই সূত্র ধরেই যোগাযোগ করা হয় মৃতের স্ত্রী সুস্মিতা দাসের সঙ্গে। তাঁদের ৮ বছরের একটি পুত্র সন্তানও রয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, একটা সময় বীমা সংস্থায় এজেন্টের কাজ করতেন কার্ত্তিক। সেই কাজ ছেড়ে আর্থিক চাপে খানিকটা মানসিক অবসাদেও ভুগছিলেন।

মৃত যুবকের স্ত্রীর সঙ্গে পুলিশ কথা বলে জানতে পেরেছে, দুর্ঘটনার দিনই ডালহৌসির কাছে এক নতুন অফিসে কাজে যোগ দিয়েছিলেন তিনি। কাজ সেরে স্ত্রীকে ফোন করে জানিয়েছিলেন তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়ার কথাও। কিন্তু তারপরেই আর যোগাযোগ করা যায়নি যুবকের সঙ্গে। তবে মৃত্যুর পিছনে শুধুই কি মানসিক অবসাদ, নাকি অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা।