পরিত্যক্ত তেলের ট্যাঙ্কার ফেটে মৃত্যু হল এক শ্রমিকের। অপরজন গুরুতর জখম অবস্থায় ভর্তি আরজি কর মেডিক্যাল কলেজে। মৃতের নাম সাগর বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে সিঁথি থানার বিটি রোডের কাছে। সূত্রের খবর, কোনও রকম সুরক্ষা সরঞ্জাম ছাড়াই গ্যাস কাটার দিয়ে পরিত্যক্ত একটি তেলের ট্যাঙ্কার কাটার কাজ করছিলেন দুই যুবক। গ্যাস কাটার দিয়ে ট্যাঙ্কার কাটার সময় হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে তাতে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা সিঁথি মোড়ের বিটি রোড সংলগ্ন এলাকা। বিস্ফোরণের শব্দ শুনে তড়িঘড়ি বেরিয়ে আসেন স্থানীয়েরা। তাঁরা দেখেন, বিস্ফোরণের অভিঘাতে ছিটকে ট্যাঙ্কার সংলগ্ন পাশের একটি গাছের উপরে গিয়ে ঝুলছেন এক যুবক।
Advertisement
অন্যজন রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছেন মাটিতে। ঘটনার খবর পেয়ে এলাকায় যায় পুলিশ এবং দমকলের কর্মীরা। দু’জনকেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আরজি কর মেডিক্যাল কলেজে। সেখানেই সাগর নামে ওই যুবকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অন্যদিকে আরেক যুবক শঙ্করের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, পরিত্যক্ত ট্যাঙ্কারে দাহ্য পদার্থ মজুত ছিল। আগুনের সংস্পর্শে আসতেই তাতে বিস্ফোরণ ঘটে।
Advertisement
Advertisement



