• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মেহেন্দি পরা নিয়ে ঝামেলা, কলকাতায় ‘আত্মঘাতী’ গৃহবধূ

মেহেন্দি পরা নিয়ে ঝামেলার জেরে 'আত্মঘাতী' হলেন এক গৃহবধূ। 'রক্ষণশীল' পরিবারের শাশুড়ি তাঁকে মেহেন্দি পরতে বাধা দেন বলে অভিযোগ।

মেহেন্দি পরা নিয়ে ঝামেলার জেরে ‘আত্মঘাতী’ হলেন এক গৃহবধূ। রক্ষণশীল ওই পরিবারের শাশুড়ি তাঁকে মেহেন্দি পরতে বাধা দেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম পিঙ্কি কুমারী, বয়স ২৬ বছর। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে টালা থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পিঙ্কি ‘আত্মহত্যা’ করেছেন।

টালার আনন্দনাথ দেব লেনের বাসিন্দা পিঙ্কির বিয়ে হয়েছিল বছর খানেক আগে। প্রতিবেশীদের দাবি, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির নানা নিয়মের বেড়াজালে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন পিঙ্কি। শাশুড়ির সঙ্গে নানা খুঁটিনাটি বিষয়ে প্রায়ই ঝামেলা হত তাঁর। স্বামী রোহিতও পিঙ্কির পাশে দাঁড়াতেন না বলে স্থানীয় সূত্রে খবর।

Advertisement

দোল-হোলির আগে পিঙ্কি হাতে মেহেন্দি পরতে চেয়েছিলেন। কিন্তু শাশুড়ি আপত্তি করেন। এরপরই অভিমানে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন ওই গৃহবধূ। হোলির সকালে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় পিঙ্কির দেহ উদ্ধার হয়।

Advertisement

Advertisement