• facebook
  • twitter
Wednesday, 26 March, 2025

নারকেলডাঙায় মহিলাকে হেনস্থা, পাল্টা অভিযোগ বিরোধী গোষ্ঠীর

নারকেলডাঙায় কাউন্সিলরের বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত লাতিফ খান ওরফে পাপ্পু খানের বিরুদ্ধে মহিলাদের হেনস্থার অভিযোগ উঠল।

প্রতীকী ছবি

নারকেলডাঙায় কাউন্সিলরের বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত লাতিফ খান ওরফে পাপ্পু খানের বিরুদ্ধে মহিলাদের হেনস্থার অভিযোগ উঠল। অভিযোগ, রবিবার দুপুরে নারকেলডাঙা থানা এলাকার পশ্চিম ক্যানাল রোডের কাছে আচার্য প্রফুল্লচন্দ্র রোডের বাসিন্দা নার্গিস বেগম এবং তাঁর তিন বন্ধুর সঙ্গে যাচ্ছিলেন, সেই সময় তাঁদের লক্ষ্য করে কটূক্তি করা হয়। মারধরের পাশাপাশি জামাকাপড়ও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ।

একই সঙ্গে মহিলার ৮০ হাজার টাকা মূল্যের সোনার হার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে পাপ্পু খান, হামিদ খান ওরফে রাজু খান, সিকান্দার খান এবং অন্যান্যদের বিরুদ্ধে। অন্যদিকে মারধরের অভিযোগে স্থানীয় কাউন্সিলর সচিন কুমার এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মহম্মদ শাহনওয়াজ নামে ওই এলাকারই এক ব্যক্তি।

উল্লেখ্য, শনিবার রাতে নারকেলডাঙা এলাকায় খালপাড়ের ধারে একটি বসতিতে লাগে। ঘটনায় একজনের মৃত্যুর পাশাপাশি পুড়ে ছাই হয়ে যায় বস্তির অন্তত ৪০টি ঝুপড়ি। দমকলের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, রবিবার সকাল থেকেই উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। তিনি চলে যেতেই নারকেলডাঙা থানার সামনে গিয়ে ধরনায় বসেন ৩৬ নং ওয়ার্ডের কাউন্সিলর শচীন সিং।

সূত্রের খবর, সেই সময় তাঁকে ধাওয়া করে বিরোধী গোষ্ঠী পাপ্পু খান লোকজন নিয়ে থানার সামনে পৌঁছে যায়। অভিযোগ, পুলিশের সামনেই থানার সামনে ধরনা দেওয়া কাউন্সিলর ও তাঁর অনুগামীদের লক্ষ্য করে হামলা চলে। এনিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বাঁশের লাঠি, লোহার রড নিয়ে হামলা চালায় পাপ্পু খান, হামিদ খান, সিকান্দর খানরা। এরা এলাকায় সমাজবিরোধী বলে পরিচিত। আর তারই মধ্যেই মহিলাকে হেনস্থার অভিযোগ পাপ্পু খান এবং তাঁর লোকেদের বিরুদ্ধে।