এক বৃদ্ধের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। কলকাতার নেতাজিনগরের ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আশুতোষ দাস। তাঁর বয়স ৭২ বছর। চারতলা বাড়িতে একাই থাকতেন ওই বৃদ্ধ। আগে প্রিন্টিং-এর কাজ করতেন। তবে বয়স হয়ে যাওয়ায় আপাতত বাড়িতেই থাকতেন তিনি। কী কারণে তাঁর মৃত্যু হল, এটি খুনের ঘটনা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই ওই বৃদ্ধের মৃত্যুর আসল কারণ জানা যাবে। প্রতিবেশীরা জানিয়েছেন, শুক্রবার ওই বৃদ্ধকে শেষ দেখা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চারতলা বাড়িতে একাই থাকতেন আশুতোষ দাস। কয়েক বছর আগে বৃদ্ধের স্ত্রী মারা যান। কর্মসূত্রে তাঁর ছেলে দিল্লিতে আর মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন। সোমবার সকালে ওই বাড়ির পাশে বৃদ্ধের এক আত্মীয় কাজে এসেছিলেন। সেই সময় ওই বৃদ্ধকে নিয়ে কথা হয় প্রতিবেশীদের সঙ্গে। তাঁকে কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল না। এরপর বাড়ির কাছে দুর্গন্ধ পেয়ে সন্দেহ হয় স্থানীয়দের। তারপর দরজা ভেঙে দেখা যায় সিঁড়ির মুখেই আশুতোষের দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। নেতাজিনগর থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
Advertisement
বর্তমানে কোনও কাজ না-করলেও আশুতোষবাবু বহু টাকার সম্পত্তির মালিক বলে জানা গিয়েছে। সেই সম্পত্তির লোভেই কেউ ওই বৃদ্ধকে খুন করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, বাড়িতে একাই থাকতেন ওই বৃদ্ধ। রান্না থেকে শুরু করে বাড়ির সব কাজ, নিজের হাতেই করতেন তিনি। বাড়িতে কোনও কাজের লোককেও রাখতে দিতেন না। ঘটনার তদন্তে নেমে প্রতিবেশীদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। একই সঙ্গে বৃদ্ধের ছেলেমেয়ের সঙ্গেও যোগাযোগ করছে পুলিশ।
Advertisement
Advertisement



