• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বাংলা বলার ‘অপরাধে’ হরিয়ানায় বাংলার দুই পরিযায়ী শ্রমিককে আটক করে ‘নির্যাতন’

বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা তসলিমা বিবি। দুই ছেলের উপার্জিত অর্থেই তাঁর সংসার চলে। প্রতি মাসে কাজের টাকা পাঠাতেন রুবিকুল ও জাফর।

বাড়িতে দুশ্চিন্তায় রুবিকুল ও জাফর আলির বৃদ্ধা মা।

ভিনরাজ্যে আবারও বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর ‘অত্যাচারের’ অভিযোগ। শুধু বাংলায় কথা বলার ‘অপরাধে’ হরিয়ানায় আটক হলেন উত্তর ২৪ পরগনার বসিরহাটের দুই ভাই রুবিকুল আলি ও জাফর আলি। পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্যাটারিংয়ের কাজে দু’মাস আগে হরিয়ানায় গিয়েছিলেন ওই দুই ভাই। সেখানে গিয়ে বাংলা বলাটাই ‘কাল’ হয়ে দাঁড়াল। অভিযোগ, গত এক সপ্তাহ ধরে তাঁরা হরিয়ানা পুলিশের হেফাজতে, আর বাড়ির সঙ্গে কোনও যোগাযোগই নেই।

বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা তসলিমা বিবি। দুই ছেলের উপার্জিত অর্থেই তাঁর সংসার চলে। প্রতি মাসে কাজের টাকা পাঠাতেন রুবিকুল ও জাফর। সেই টাকায় চলত মায়ের দিন গুজরান। চোখে জল নিয়ে তসলিমা বিবি জানালেন, ‘এক সপ্তাহ আগে পর্যন্ত ছেলেদের সঙ্গে নিয়মিত কথা হত। বাংলাতেই কথা বলত ওরা। তারপর হঠাৎ শুনলাম, ওদের ধরে নিয়ে গেছে পুলিশ। বলছে, বাংলায় কথা বলায় বাংলাদেশি মনে হয়েছে। আধার-ভোটার কার্ড দেখালেও কোনও লাভ হয়নি।’

Advertisement

তসলিমা জানান, গ্রেপ্তারের পর একবার ফোনে দুই ছেলের সঙ্গে কথা হয়েছিল তাঁর। তারপর থেকে আর যোগাযোগ হয়নি। কোথায় রাখা হয়েছে তাঁদের, কী পরিস্থিতি— কিছুই জানা নেই পরিবারের। মায়ের আর্তি, ‘আমার ছেলেদের যেন সুস্থ শরীরে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়।’

Advertisement

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন প্রতিবেশীরাও। তাঁদের অভিযোগ, ভিনরাজ্যে কাজ করতে যাওয়া বাংলার শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশাসনের উদাসীনতা রয়েছে। তাঁরা চাইছেন, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করুক, যাতে ওই দুই যুবক নিরাপদে বাড়ি ফিরতে পারেন।

এই ঘটনায় স্থানীয় মহলে ক্ষোভ ছড়িয়েছে। রাজনৈতিক মহলও মনে করছে, এই ধরনের ঘটনা বারবার ঘটলেও পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

Advertisement