তৃণমূল নেতার বিরুদ্ধে টাকা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে শোরগোল। কলকাতার জোড়াসাঁকো বিধানসভা এলাকার বলরাম দে স্ট্রিটের ঘটনা। বাড়ি সংস্কার করতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন এক দম্পত্তি। তাঁদের দাবি, তৃণমূল নেতা সঞ্জয় বক্সীর লোকজন এসে বাড়ি মেরামত করতে বাধা দেয় এবং ৩০ হাজার টাকা দাবি করে। গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেছেন ওই দম্পতি।
সীমা সিং নামে এক মহিলার অভিযোগ, ৪ মে সঞ্জয় বক্সী ও সুশান্ত দত্ত তাঁর বাড়িতে এসে ৩০ হাজার টাকা চান। টাকা না দিলে কাজ বন্ধের হুঁশিয়ারি দেন। গোটা বিষয়টি স্থানীয় ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজেশ সিনহাকে জানান সীমা সিং। এরপর কাউন্সিলর চিঠি লিখে সঞ্জয় বক্সী ও তাঁর স্ত্রী স্মিতা বক্সীর বিরুদ্ধে অভিযোগ জানান মেয়র ফিরহাদ হাকিমকে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন সঞ্জয় বক্সী। পাল্টা আইনি ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।
কাউন্সিলর রাজেশ সিনহা বলেন, ‘তাঁরা (সঞ্জয় বক্সীর পরিবার) সবসময় আমায় বিরক্ত করার চেষ্টা করেন। দলকে আমি জানিয়েছি। দল কেন ব্যবস্থা নিচ্ছে না, সেটা জানি না।’ যাবতীয় অভিযোগ খারিজ করে সঞ্জয় বক্সী বলেন, ‘এসব ভিত্তিহীন কথা বলে লাভ নেই। ৩০ হাজার ঘুষ নিতে যাব, এটা অপ্রাসঙ্গিক। এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। আর যে কাউন্সিলর চিঠি দিয়েছেন, তাঁর ভাই বিজেপি করেন। দলকে সব জানিয়েছি। আমরাও বিষয়টির তদন্ত চাই।’
তৃণমূল নেতা কুণাল ঘোষ এই অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘কে কাকে দিয়ে করিয়েছে, কে কাকে দিয়ে বলিয়েছে, এই ধরনের অভিযোগের কোনও ভিত্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। কে কাকে দিয়ে কেন বলিয়েছে, খোঁজ নিলেই সবাই বুঝতে পারবে। যে কাউন্সিলর চিঠি দিয়েছেন, তাঁর ওয়ার্ডে রেকর্ড ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল।’ অভিযোগকারী মহিলা পারিবারিক অনুষ্ঠানে বিহারে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।