সার্ভে পার্ক এলাকায় কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগে এক জল ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্ত প্রায়ই কিশোরীর বাড়িতে জল দিতে যেত বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার জল দিতে গিয়েই সে ১২ বছরের ওই নাবালিকাকে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ উঠেছে।
অভিযুক্তের বয়স ৪০ বছর। তার বিরুদ্ধে বৃহস্পতিবার গভীর রাতে সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবারের সদস্যরা। সেই অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।
Advertisement
উল্লেখ্য, চলতি মাসেই কলকাতার বিডন স্ট্রিটে ৭ মাসের এক শিশুকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। ফুটপাত থেকে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার গোপনাঙ্গে ক্ষত ছিল।
Advertisement
Advertisement



