শিয়ালদহ ও হাওড়া ডিভিশনের রেল যাত্রীদের জন্য বড় খবর! গতি বাড়ল ৫২টি দূরপাল্লার ট্রেনের। এজন্য সময় সূচিতেও ব্যাপকভাবে পরিবর্তন আনা হয়েছে। আগামী নভেম্বর মাস থেকে পরিবর্তিত সময়সূচি কার্যকর হবে।
প্রসঙ্গত এর আগে গত বৃহস্পতিবার দূরপাল্লার ট্রেনের টিকিটের বুকিংয়ের সময় কমিয়ে চমক দেয় রেল। এবার ৫২টি ট্রেনের আচমকা গতি বাড়িয়ে আরও বড় চমক দিল কর্তৃপক্ষ। এই ট্রেনগুলির প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতি ১৩০ কিলোমিটার করা হয়েছে।
Advertisement
এই ৫২টি ট্রেনের মধ্যে রয়েছে দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, হলদিবাড়ি-শিয়ালদা দার্জিলিং মেল, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেস, শিলঘাট টাউন-কলকাতা কাজিরাঙা এক্সপ্রেস, সিউড়ি-শিয়ালদা মেমু, জম্মু তাওয়াই, অমৃতসর-কলকাতা অকাল তখত এক্সপ্রেস, জম্মু তাওয়াই-হাওড়া হিমগিরি এক্সপ্রেস, কালকা-হাওড়া নেতাজি এক্সপ্রেস, জম্মু তাওয়াই-শিয়ালদহ হামসফর এক্সপ্রেস সহ আরও অনেকগুলি দূরপাল্লার ট্রেন। এই গতি বৃদ্ধির ফলে যাত্রীদের সময় অনেকটাই বাঁচবে। তাঁরা অনেক আগেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবেন। আর সেজন্যই ট্রেনগুলির সময়সূচির পরিবর্তন করা হয়েছে।
Advertisement
Advertisement



