• facebook
  • twitter
Thursday, 18 December, 2025

বন্ধ পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসের ৬টি রেস্তরাঁ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই ব্যবস্থা নিল প্রশাসন। পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসে বন্ধ ৬টি রেস্তরাঁ বন্ধ করা হল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই ব্যবস্থা নিল প্রশাসন। পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসে থাকা ৬টি রেস্তরাঁ বন্ধ করা হল। বৃহস্পতিবার দুপুরে ওই রেস্তরাঁয় তালা লাগিয়ে দেওয়া হয়। প্রশাসনের বক্তব্য, অগ্নিসুরক্ষা বিধি না মানায় ওই রেস্তরাঁগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও রেস্তরাঁ কর্তৃপক্ষের দাবি, তাঁদের দোকানে অগ্নিকাণ্ডের কোনও সম্ভাবনা নেই। কারণ, রেস্তরাঁ চত্বরে ফায়ার অ্যার্লামের সুবন্দোবস্ত রয়েছে।

প্রশাসন সূত্রে খবর, অগ্নিসুরক্ষা বিধি না মানায় ওই রেস্তরাঁগুলি সিল করে দেওয়া হয়েছে। রেস্তরাঁ কর্তৃপক্ষের বক্তব্য, তাদের কাছে লাইসেন্স রয়েছে। সেন্সর লাগানো রয়েছে। গ্যাসের সামান্য গন্ধ পাওয়া গেলেই ফায়ার অ্যালার্ম বাজছে। আগুনের ফুলকি দেখলেই অগ্নিনির্বাপণ যন্ত্র কাজ করতে শুরু করবে। এই বিষয়ে প্রশাসনের সঙ্গে বৈঠকে বসার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছে রেস্তরাঁ কর্তৃপক্ষ।

Advertisement

বৃহস্পতিবার মেছুয়া বাজারে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর পার্ক স্ট্রিটে ম্যাগমা হাউসের সামনে ২৪টি গ্যাস সিলিন্ডার দেখে রেগে যান তিনি। ছাদ আটকে রেস্তরাঁ করা যাবে না বলে জানান তিনি। বৃহস্পতিবার দুপুরেই কলকাতা পুরসভা, দমকল এবং পুলিশকে বৈঠকে বসার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই ম্যাগমা হাউসের ৬টি রেস্তরাঁ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়।

Advertisement

Advertisement