রেল মন্ত্রকের পক্ষ থেকে কলকাতা মেট্রো রেলের নতুন জেনারেল ম্যানেজার হিসেবে নিযুক্ত হলেন শুভ্রাংশু শেখর মিশ্র। তিনি মিলিন্দ কে. দেওউসকর-এর জায়গায় পদাধিকারী হলেন। নতুন জেনারেল ম্যানেজার শুভ্রাংশু শেখর মিশ্র এর আগে তিনি কপূরথলায় রেল কোচ ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার ছিলেন।
দক্ষ ব্যবস্থাপনা ও নতুন ভাবনা প্রয়োগের জন্য রেল দপ্তরে বিশেষভাবে পরিচিত শুভ্রাংশু শেখর। রেল মন্ত্রকের দাবি, তাঁর নেতৃত্বে কলকাতা মেট্রো পরিষেবা ও দক্ষতার নতুন দিগন্তে পৌঁছবে।
Advertisement
জানা গিয়েছে, আইআইটি চেন্নাই থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা মিশ্র ১৯৮৮ ব্যাচের ভারতীয় রেলওয়ে সার্ভিস অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স-এর আধিকারিক ছিলেন। দীর্ঘ সাড়ে তিন দশকের বেশি সময় ধরে ভারতীয় রেলে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। বিভিন্ন জোনাল রেল, প্রোডাকশন ইউনিট এবং রেল বিকাশ নিগম লিমিটেডের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি।
Advertisement
কর্মজীবনে শুভ্রাংশু শেখর মিশ্র ছিলেন ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, চেন্নাইয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের মুখ্য অধ্যক্ষ। পাশাপাশি তিনি লাট্টুর আইসিএফ-এর মুখ্য প্রশাসনিক আধিকারিক, সেকেন্দরাবাদের মুখ্য রোলিং স্টক ইঞ্জিনিয়ার এবং ভুবনেশ্বর, বিশাখাপত্তনম, খড়গপুরসহ নানা জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। রেলের উন্নয়ন, পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং রোলিং স্টকের রপ্তানি নিয়ে কাজের জন্য তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। পুরো কর্মজীবনে তিনি একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন।
Advertisement



