• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

সম্প্রতি প্রয়াত কমিউনিস্ট নেতা অশোক মিত্রর স্মরণসভা

আলোচনায় অংশ নেন তাঁর পুত্র সৈকত মিত্র

গত ৫ আগস্ট প্রয়াত হয়েছেন প্রবীণ কমিউনিস্ট নেতা অশোকের মিত্র। ২৬ আগস্ট আনোয়ার শাহ রোডে ‘চারুবাসনা’ (যোগেন চৌধুরী সেন্টার ফর আর্ট)-এ অনুষ্ঠিত হল এই শ্রদ্ধেয় কমিউনিস্ট নেতা ও রেল শ্রমিক আন্দোলনের প্রথম সারির নেতার স্মরণসভা। প্রয়াত অশোক মিত্রের কর্মজীবনের নানান দিক নিয়ে এদিন আলোচনা করেন তাঁর পার্টি সিপিআই এবং রেল শ্রমিক ইউনিয়নের নেতারা। আলোচনায় অংশ নেন তাঁর পুত্র সৈকত মিত্র সহ পরিবারের অন্যান্য সদস্যরাও।

বিভিন্ন আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকা ও নেতৃত্বের কথা উঠে এসেছে বক্তাদের আলোচনায়। রেল ধর্মঘটের সময় বহুদিন তাঁকে থাকতে হয়েছিল আন্ডারগ্রাউন্ডে। তাঁর মাথার দাম এক হাজার টাকা ঘোষণা করে পোস্টারও পড়েছিল সে সময়। ছাত্র আন্দোলন থেকে রাজনীতিতে তাঁর হাতেখড়ি হয়েছিল। প্রয়াত কমিউনিস্ট নেতা নন্দগোপাল ভট্টাচার্য, গুরুদাস দাশগুপ্ত প্রমুখের সমসাময়িক ছিলেন তিনি।

এই স্মরণসভায় বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায়, সিপিআই রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য প্রবীর দেব, গৌতম রায় প্রমুখ।