• facebook
  • twitter
Monday, 28 July, 2025

মাত্র তিন মিনিটের টর্নেডোয় লণ্ডভণ্ড রায়দিঘি

এক গৃহবধূ জানিয়েছেন, 'হঠাৎ এমন ঝড় হবে বুঝতেই পারিনি। বাড়ির অ্যাসবেস্টাসের সব চাল ভেঙে উড়ে গেল। এখন মাথার উপর ছাদ নেই।'

নিজস্ব গ্রাফিক্স চিত্র

আজ সকাল ১০ টা ১৫ মিনিট নাগাদ মাত্র তিন মিনিটের টর্নেডোয় লন্ডভন্ড হয়ে গেল দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার কুমড়োপাড়া এলাকা।ঝড়ের দাপটে বড় বড় গাছ ভেঙে পড়ে যায় বিদ্যুৎবাহী তারের উপর। ভেঙে পড়ল একাধিক মাটির বাড়ি, উড়ে গেল অ্যাসবেস্টাসের ছাউনি। রাস্তার উপর ভেঙে পড়ে বহু গাছপালা। প্রবল টর্নেডোর জেরে ভেঙে পড়া সেই সব গাছ সরাতে ইতিমধ্যে উদ্যোগী হয়েছে গ্রামের মানুষ। বন্ধ হয়ে গিয়েছে বিদ্যুৎ পরিষেবা।

ঝড়ের দাপটে বহু গরিব মানুষের মাটির বাড়ি ও অ্যাসবেস্টাসের চাল উড়ে যাওয়ায়, তাঁরা কান্নায় ভেঙে পড়েছেন। এক বাড়ির গৃহবধূ জানিয়েছেন, ঝড়ে আচমকা ঘরের অ্যাসবেস্টাসের চাল উড়ে যাওয়ায় তাঁরা আশ্রয়হীন হয়ে পড়েছেন। হঠাৎ এই ঝড়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। অন্য এক গৃহবধূ জানিয়েছেন, ‘হঠাৎ এমন ঝড় হবে বুঝতেই পারিনি। বাড়ির অ্যাসবেস্টাসের সব চাল ভেঙে উড়ে গেল। এখন মাথার উপর ছাদ নেই।’