বাগুইআটিতে প্রোমোটারকে মারধরের ঘটনায় নয়া মোড়। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন আক্রান্ত প্রোমোটার। মমতাকে ই-মেল করে অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি। পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তীকেও ই-মেল করে অভিযোগ জানানো হয়েছে।
রবিবার বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে নির্মাণ কাজে ব্যস্ত ছিলেন প্রোমোটার কিশোর হালদার। সেখানেই হামলা চালায় একদল দুষ্কৃতী। মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় স্থানীয় কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর মদত রয়েছে বলে অভিযোগ করেন কিশোর। মারধরের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হলেও কাউন্সিলের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে বাগুইআটি থানার পুলিশ। আক্রান্ত প্রোমোটারের অভিযোগ, দাবি মতো টাকা না দেওয়ায় লোক পাঠিয়ে তাঁকে মারধর করান কাউন্সিলর।
Advertisement
রবিবারের পর থেকে অভিযুক্ত কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর খোঁজ পাওয়া যাচ্ছে না। একাধিকবার তাঁর উত্তর দেশবন্ধুনগরের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। কিন্তু কাউন্সিলরকে সেখানে পাওয়া যায়নি। তবে তাঁর পরিবারের সদস্যরা সেই বাড়িতেই রয়েছেন। কাউন্সিলরের পার্সোনাল মোবাইল নম্বরেও একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছে পুলিশ। কিন্তু কোনওভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Advertisement
সম্প্রতি কাউন্সিলরের বাড়ির দেওয়ালে নোটিশ লাগিয়ে দিয়েছে বাগুইআটি থানার পুলিশ। সেই নোটিশে লেখা হয়েছে, সমরেশ চক্রবর্তী যত তাড়াতাড়ি সম্ভব যেন থানায় এসে দেখা করেন। কিন্তু এখনও পর্যন্ত তিনি যোগাযোগ করেননি।
সমরেশ চক্রবর্তীর পাশাপাশি প্রোমোটারকে মারধরের ঘটনায় নাম জড়িয়েছে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল ছাত্র পরিষদের নেতা গোবিন্দ দাসের। কিন্তু তাঁরও খোঁজ পাচ্ছে না পুলিশ। তাঁর বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েও খালি হাতে ফিরতে হয়েছে তদন্তকারীদের।
Advertisement



