নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেউ আইন নিজের হাতে তুলে নিলে বরদাস্ত করা হবে না। মঙ্গলবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। উল্লেখ্য, লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরেই রাজ্য পুলিশে ফের রদবদল হয়েছে। রাজ্য পুলিশের ডিজি পদে ফেরানো হয়েছে রাজীব কুমারকে। সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। দায়িত্ব নেওয়ার পরেই রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য বার্তা দিলেন তিনি। মঙ্গলবারও বেশ কয়েকটি জায়গায় উল্টোরথের অনুষ্ঠান রয়েছে। বুধবার মহরম। এর মধ্যে রাজ্যের কোথাও যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, মঙ্গলবার সাংবাদিক বৈঠকে সেই বার্তাই দিয়েছেন রাজীব কুমার। তিনি বলেন, ‘নিজের ধর্মীয় অনুষ্ঠান যে যার মতো করে পালন করুন। অপরের কোনও অসুবিধা যাতে না হয়।’ ‘ধর্ম যার যার উৎসব সকলের’ এই স্লোগান প্রসঙ্গ টেনে রাজীব কুমার বলেন, ‘আমাদের তরফে যাবতীয় আয়োজন করা হয়েছে।’ নিরাপত্তার জন্য বিভিন্ন এলাকায় পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানান ডিজিপি।
পাশাপাশি কেউ আইন নিজের হাতে তুলে নিলে বরদাস্ত করা হবে না স্পষ্ট জানান রাজীব কুমার। সাম্প্রতিক সময়ে চোপড়ার ঘটনায় অভিযুক্ত জেসিবি তথা তাজিমুল হকের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিল পুলিশ। গ্রেফতার করা হয় জেসিবিকে। সার্বিক প্রেক্ষাপটে রাজীব কুমারের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অপরদিকে, সাদ্দাম লস্করের বাড়িতে খাটের নীচ দিয়ে একটি সুড়ঙ্গের খোঁজ পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। নকল সোনা দিয়ে ১২ লাখ টাকা প্রতারণা করার অভিযোগে সোমবার কুলতলির দুই নম্বর জ্বালাবেড়িয়া পঞ্চায়েতের পয়তারহাট গ্রামে সাদ্দামের বাড়িতে তল্লাশি চালাতে যায় পুলিশ। কিন্তু, সেই সময় পুলিশকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তার পরিবারের কয়েকজনের বিরুদ্ধে। সাদ্দাম গা ঢাকা দেয়। এরপর বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং দিনভর তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এই বাড়ির একটি কামরায় খাটের নীচে সুড়ঙ্গ পাওয়া যায় বলে সূত্রের খবর। এই প্রসঙ্গে রাজীব কুমার বলেন, ‘একটি সুড়ঙ্গ পাওয়া গিয়েছে। তবে এই নিয়ে চাঞ্চল্য ছড়ানোর কিছু নেই। গোটা ঘটনার তদন্ত হচ্ছে।’
Advertisement
Advertisement
Advertisement



