• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কসবায় ভুয়ো কল সেন্টারে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩

পুলিশের প্রাথমিক অনুমান, এই প্রতারণা চক্রের আরও সদস্য রয়েছে, যারা এখনও পলাতক। তদন্তকারীরা পলাতকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

প্রতিনিধিত্বমূলক চিত্র

কসবার ধর্মতলা রোডে অবস্থিত একটি ভুয়ো কল সেন্টারে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম বিক্রম কুমার, বিকাশ কুমার, এবং বিকাশ কুমার। তারা ঝাড়খণ্ডের হাজারিবাগের বাসিন্দা বলে জানাচ্ছে পুলিশ।

সূত্রের খবর, লালবাজার সাইবার থানার পুলিশ কেন্দ্রীয় সরকারের ‘প্রতিবিম্ব পোর্টাল’-এর মাধ্যমে এই প্রতারণা চক্রের সন্ধান পায়। তদন্তে উঠে এসেছে, ধৃতরা এসকর্ট সার্ভিসের নাম করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করত। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মহিলাদের কণ্ঠস্বর নকল করত, যাতে মানুষ সহজেই প্রতারিত হতো এবং অর্থ হাতিয়ে নেওয়া যায়।

Advertisement

ঘটনার তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, এই প্রতারণা চক্রের আরও সদস্য রয়েছে, যারা এখনও পলাতক। তদন্তকারীরা পলাতকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement

Advertisement