• facebook
  • twitter
Tuesday, 14 January, 2025

বসিরহাটের মানুষ সাংসদ হিসাবে প্রিয়দর্শনীকে চাই

জেলা পরিষদের সদস্য কালাম মল্লিক,আইএন টিটি ইউসির তোফাজ্জেল, সর্বভারতীয় ইমাম মোয়াজ্জিনের সভাপতি আবদুল্লাহ সহ এলাকার বিশিস্ট ব্যকতিরা পার্থ ভোমিকের কাছে এই প্রস্তাব দেন।

বৃহস্পতিবার নৈহাটি পৌরসভায় সাংসদ পার্থ ভৌমিকের উপস্থিতিতে বসিরহাট সাংসদ এলাকার অধীন সাতটি বিধানসভার বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। নিজস্ব চিত্র

বসিরহাটের সাংসদ হিসাবে প্রিয়দর্শনী হাকিমকে চাই অঞ্চলের সাধারণ মানুষ। বৃহস্পতিবার নৈহাটি পৌরসভায় সাংসদ পার্থ ভৌমিকের উপস্থিতিতে এই অনুরোধ করেন সাংসদ এলাকার অধীন সাতটি বিধানসভার বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। সাংসদ হাজি নুরুল ইসলামের প্রয়াণের পর এই কেন্দ্রটি ফাঁকা রয়েছে।

ফলে এই এলাকায় একজন জনপ্রতিনিধি হিসাবে প্রিয়দর্শনী হাকিমকে সবাই চাইছে। জেলা পরিষদের সদস্য কালাম মল্লিক, আইএনটিটিইউসি-র তোফাজ্জেল, সর্বভারতীয় ইমাম মোয়াজ্জিনের সভাপতি আবদুল্লাহ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা পার্থ ভোমিকের কাছে এই প্রস্তাব দেন।

এ বিষয়ে সাংসদ তাঁদেরকে আশ্বাস দিয়েছেন। বলেছেন, দলের সঙ্গে কথা বলব। সংখ্যালঘু বিষয়ক উন্নয়নের কান্ডারি মমতা ব্যানার্জি যে সঠিক সিদ্ধান্ত নেবেন সেই কথাও তিনি বলে নেত্রীর  প্রশংসা করেন।