গুলশন কলোনিতে দুষ্কৃতী তাণ্ডব এবং গুলি চালানোর ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি আনন্দপুর থানা এলাকায়। শুক্রবার গভীর রাতে বাড়ির সামনে থেকেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এই নিয়ে এখনও পর্যন্ত এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করতে পেরেছেন তদন্তকারীরা।
বৃহস্পতিবার রাতে কলকাতার আনন্দপুর থানা এলাকার গুলশন কলোনিতে আচমকা দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই ঘটনায় কয়েক রাউন্ড গুলি চলে। এলাকাবাসীদের দাবি, এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। যদিও সংঘর্ষের কারণ এখনও খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এন্টালি ও নারকেলডাঙা থানা এলাকা থেকে প্রথমে তিন জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার রাতে আরও একজনকে গ্রেপ্তার করা হল। ধৃতের নাম মহম্মদ অম্বার ওরফে মহম্মদ নাফিস। বাকি অভিযুক্তদের ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ।
Advertisement
কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, অত্যন্ত গুরুত্বের সঙ্গে গোটা ঘটনার তদন্ত চলছে। দুষ্কৃতীরা কোনওভাবেই ছাড় পাবে না। এই ঘটনায় কারা মূলচক্রী ও কারা সহযোগী তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে গুলশন কলোনি এবং তার আশপাশের এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে দু’টি গোষ্ঠী। অটো স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে বরাবর তাদের মধ্যে সংঘর্ষ বেঁধেছে। এই সব বিবাদের জেরেই বৃহস্পতিবার রাতে এলাকায় গুলি চলে। এই ঘটনায় এখনও থমথমে রয়েছে গুলশন কলোনি এলাকা। আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ।
Advertisement
Advertisement



