• facebook
  • twitter
Monday, 11 August, 2025

শশী পাঁজার আপ্তসহায়ক পরিচয় দিয়ে হুমকি, গ্রেপ্তার এক

রাজ্যের মন্ত্রী শশী পাঁজার আপ্তসহায়ক পরিচয় দিয়ে হুমকি অভিযোগ। পুলিশের জালে এক যুবক। রাজ শঙ্কর নামে বছর ৩৩-এর ওই যুবকের বাড়ি বারাসতে।

শশী পাঁজা। নিজস্ব গ্রাফিক্স।

রাজ্যের মন্ত্রী শশী পাঁজার আপ্তসহায়ক পরিচয় দিয়ে হুমকির অভিযোগ। পুলিশের জালে এক যুবক। রাজ শঙ্কর নামে বছর ৩৩-এর ওই যুবকের বাড়ি বারাসতে। একটি নীল বাতি লাগানো চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, ওই যুবকের সঙ্গে শশী পাঁজার কোনও সম্পর্ক নেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ শঙ্কর বারাসতের কদম্বগাছি এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে ওই এলাকার বিভিন্ন মানুষকে হুমকি দিচ্ছিলেন রাজ। মন্ত্রীর আপ্তসহায়ক হিসেবে পরিচয় দিয়ে পুলিশ আধিকারিকদেরও হুমকি দিতেন তিনি।

বুধবার রাতে দত্তপুকুর থানার কদম্বগাছি ফাঁড়ি এলাকায় নীল রঙের একটি চারচাকা গাড়িতে রাজ এসে এলাকার সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকেন। সাধারণ মানুষ ওই যুবককে আটক করে থানায় খবর দেয়। কদম্বগাছি ফাঁড়ির পুলিশ এসে ওই যুবককে গ্রেপ্তার করে।

রাজের সঙ্গে মন্ত্রী শশী পাঁজার সঙ্গে ওই যুবকের কোনও সম্পর্কই নেই। কিন্তু এইভাবে বিভিন্ন ধরনের প্রতারণা করে বেড়াতেন তিনি, দেদার টাকাও তুলতেন। কদম্বগাছি ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে মামলা রুজু করে অভিযুক্তকে বারাসাত আদালতে পাঠানো হয়েছে। কী কারণে ওই যুবক হুমকি দিয়ে বেড়াতেন, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।