• facebook
  • twitter
Friday, 13 December, 2024

মগরায় ঘরে ঢুকে কিশোরীকে যৌন নির্যাতন, গ্রেপ্তার প্রতিবেশী

হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি (অপরাধ) অভিজিৎ সিংহ মহাপাত্র বলেন, ‘নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ দায়ের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।'

প্রতীকী চিত্র

এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে প্রতিবেশী এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। হুগলির মগরা থানা এলাকার ঘটনা। ওই কিশোরীর বয়স ১৬ বছর। যৌন নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে সরব হয়েছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী।

মগরা থানা এলাকায় ওই কিশোরীর বাড়িতে ঢুকে তার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবারের সদস্যরা। অভিযোগ দায়ের হতেই এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন অভিযুক্ত যুবক। বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে শনিবার গভীর রাতে তাঁকে তালান্ডু থেকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে ৬৪ (২)(১) ধারা এবং পকসো আইনের ৪ (১) ধারায় মামলা রুজু হয়েছে। রবিবার তাঁকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়।

এ প্রসঙ্গে হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি (অপরাধ) অভিজিৎ সিংহ মহাপাত্র বলেন, ‘নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ দায়ের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ এই মামলা নিয়ে খোঁজখবর করতে থানায় গিয়েছিলেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তিনি এদিন বলেন, ‘আমি ঘটনাস্থলে থাকলে অভিযুক্তের হাত-পা ভেঙে তারপর পুলিশে দিতাম। তাতে আমার যা হয়, হতো।’

যদিও ছেলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তের মা। তিনি বলেন, ‘মেয়েটির বাবার সঙ্গে ছেলে মাঝে-মধ্যে মদ খেত। ওই কারণে কিছু ঘটনা ঘটানো হয়েছে হয়তো। আর ছেলে খারাপ হয়েছে মা-বাবার জন্য নয়, সমাজের জন্য।’ এদিকে অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। যৌন হেনস্থার ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি।