বুধবার সকালে বাড়ি থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত মৃতদেহ। মৃতের নাম অমিত সাউ (২৪) বলে জানিয়েছে পুলিশ। তিনি কড়েয়া থানার বন্ডেলগেট এলাকার বাসিন্দা।
সূত্রের খবর, এদিন সকালে যুবককে গলায় বৈদ্যুতিক তার পেঁচিয়ে ঝুলতে দেখেন বাড়ির সদস্যরা। তারপর পুলিশে খবর দেওয়া হলে যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
Advertisement
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে এক বহুজাতিক ফুড ডেলিভারি সংস্থায় ডেলিভারি বয়ের কাজ করতেন তিনি। ছিল আর্থিক অনটনও। একই সঙ্গে তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে, সম্প্রতি প্রেমে বিচ্ছেদ ঘটে যুবকের। একই সঙ্গে আরও জানা গিয়েছে, বোনের বিয়ে হলেও পারিবারিক সমস্যার কারণে সে থাকতো বাবার বাড়িতেই। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, একাধিক সমস্যার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। সেই কারণেই আত্মহত্যা।
Advertisement
Advertisement



