• facebook
  • twitter
Sunday, 4 May, 2025

শহরে বিভিন্ন শিক্ষক সংগঠনের একাধিক কর্মসূচি

‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চে’র ডাকে শুক্রবার এসএসসি ভবন অভিযান করলেন যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা।

‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চে’র ডাকে শুক্রবার এসএসসি ভবন অভিযান করলেন যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এ দিন দুপুরে সল্টলেকের করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিল করেন চাকরিহারারা। এসএসসি ভবনের সামনে বৃহস্পতিবার থেকে ৩ চাকরিহারা শিক্ষক অনশনে বসেছেন। এ দিন সেখানে গিয়েই মিছিল শেষ হয়। এসএসসি দপ্তরের সামনেই মিছিলে অংশগ্রহণকারী চাকরিহারারা অবস্থানে বসে পড়েন। পাশাপাশি এ দিনই চাকরিহারা ১২ জন শিক্ষকের প্রতিনিধি দল বিকাশ ভবনে গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেছেন। অন্যদিকে ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে ‘সংগ্রামী যৌথ মঞ্চের’ তরফেও সিবিআই দপ্তরে অভিযান চালানো হয়।

মূলত তিনটি দাবিতে এসএসসি ভবন অভিযান কর্মসূচি করেন চাকরিহারারা। সেগুলি হল, যোগ্য–অযোগ্যদের আলাদা করতে হবে এবং অতি দ্রুত সেই নামের তালিকা প্রকাশ করতে হবে। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ্যে আনতে হবে। নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ বাতিল করতে হবে। কারণ নতুন নিয়োগ প্রক্রিয়ায় চাকরিহারারা থাকতে চান না।

চাকরিহারাদের অভিযানের আগে, এসএসসি ভবনের সামনে ছিল কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। এলাকায় নামানো হয় র্যাফ। ড্রোন দিয়ে চালানো হয় নজরদারি। এসএসসি দপ্তরের দুটি গেটেই ব্যারিকেড বসিয়ে রাখে পুলিশ।

এ দিন এসএসসি ভবনের সামনে বসে আন্দোলনের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেন চাকরিহারা শিক্ষকরা। তাঁরা জানিয়েছেন, আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। পুলিশের কাছে তাঁদের বার্তা, কারও গায়ে যেন হাত না তোলা হয়। কারণ তাঁরা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি জানাতে এসেছেন এবং আন্দোলনে শামিল হয়েছেন।

বিক্ষোভকারীদের তরফে এ দিন স্পষ্ট করে দেওয়া হয়, বাইরের কেউ আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এলে তাঁদের চিহ্নিত করতে হবে। কসবার ঘটনার পুনরাবৃত্তি রুখতে এই এ দিন বিশেষ নজর রাখেন চাকরিহারারা।

অন্যদিকে ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে ‘সংগ্রামী যৌথ মঞ্চের’ তরফে একটি প্রতিনিধি দল সিবিআই দপ্তরে গিয়েছিল। এই মঞ্চে চাকরিহারা শিক্ষকদের পাশাপাশি ছিলেন শিক্ষাকর্মী এবং রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে কর্মরত সরকারি কর্মচারীরাও।