• facebook
  • twitter
Sunday, 7 December, 2025

অশালীন ছবি তুলতে জোর নাবালিকা মডেলকে! অভিযুক্তের বিরুদ্ধে আইনি নোটিশ জারি পুলিশের

হেনস্থার কথা জানিয়ে গলফগ্রিন থানায় অভিযোগ করে নাবালিকা। যার ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত চিত্রগ্রাহক অয়ন দাসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।

গলফ গ্রিন থানা। ছবি: ইন্টারনেট।

প্রথমে নাবালিকা মডেলকে অশালীন ছবি তুলতে অনুরোধ। তাতে রাজি না হওয়ায় নাবালিকাকে চড় মারার অভিযোগ উঠল চিত্রগ্রাহকের বিরুদ্ধে। পরে হেনস্থার কথা জানিয়ে গলফগ্রিন থানায় অভিযোগ করে নাবালিকা। যার ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত চিত্রগ্রাহক অয়ন দাসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, নভেম্বর মাসের প্রথম দিকে নিজের ফটোশুট করতে সরশুনার শ্যামসুন্দর পল্লীর বাসিন্দা অয়ন দাসের কাছে গিয়েছিল নাবালিকা মডেল। ফটো তুলে দেওয়ার জন্য দেওয়া হয়েছিল আগাম ৫০ হাজার টাকাও। তবে অভিযোগ, প্রথমে সব স্বাভাবিক থাকলেও হঠাৎ করেই অশালীন ভঙ্গিতে ফটো তোলার জন্য নাবালিকাকে অনুরোধ করতে থাকে অভিযুক্ত অয়ন। তাতে রাজি না হলে সপাটে চড় মারা হয় বলে অভিযোগ নাবালিকার। পরে নিজের হেনস্থার কথা জানিয়ে গলফগ্রিন থানায় অভিযোগ দায়ের করে নাবালিকা। যার ভিত্তিতে অভিযুক্ত অয়নের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫(৩) ধারায় আইনি নোটিশ জারি করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

Advertisement

Advertisement