• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভিড়ের চোটে মেট্রো লাইনে! আহত যুবক

এই ঘটনার জেরে পার্ক স্ট্রিট থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা প্রায় ৩০ মিনিটের জন্য বন্ধ হয়ে যায়।

ছবি সংগৃহীত।

বুধবার বিকেল ৪টে ১৫ মিনিটে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। অন্যযাত্রীদের ধাক্কায় দমদমগামী মেট্রোর সামনে পড়লেন বছর আঠাশের এক যুবক। তাঁর নাম মহম্মদ দানীশ বলে জানা গিয়েছে। তিনি রাজস্থানের জয়পুরের বাসিন্দা। ঘটনার পরপরই খবর দেওয়া হয় মেট্রো কর্তৃপক্ষকে। দ্রুত পদক্ষেপ নিয়ে লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তারপর উদ্ধার করে যুবককে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। তবে চোট গুরুতর না হওয়ায়, প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে। পুলিশ সূত্রে খবর, মেট্রো স্টেশনে ভিড় সামাল দিতে না পেরে লাইনে পড়ে যান তিনি। আর তাতেই চোট লাগে তাঁর পায়ে।

এই ঘটনার জেরে পার্ক স্ট্রিট থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা প্রায় ৩০ মিনিটের জন্য বন্ধ হয়ে যায়। অফিস ফেরত সময়ে পরিষেবা বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। অনেকেই বিকল্প পরিবহণের মাধ্যমে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।

Advertisement

ঘটনার প্রায় তিরিশ মিনিট পর, বিকেল ৪টে ৪৫ মিনিট নাগাদ মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়। তবে দীর্ঘক্ষণ পরিষেবা ব্যাহত থাকায় পরবর্তী মেট্রোগুলিতে যাত্রীদের ভিড় ছিল অত্যধিক। ফলে যাত্রীদের মেট্রোয় উঠতে বেশ সমস্যার মুখোমুখি হতে হয়।

Advertisement

Advertisement