এনএইচইউএম-এর স্বাস্থ্যকর্মীদের দাবি শুনলেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভায় বুধবার মেয়রের সঙ্গে বৈঠক করলেন এনএইচইউএম-এর চার জনের প্রতিনিধি দল। পুজোর সময়ে অতিরিক্ত ভাতা এবং ছুটির দাবি তুললেন তাঁরা। পুরসভা সূত্রে খবর, ইন্ডোরে কাজ করা কর্মীদের ভাতা ১০০ টাকা প্রতিদিন। যা পুরসভার সার্কুলার মেনেই নির্ধারিত হয়েছিল। সেক্ষেত্রে আউটডোরে কর্মীরা কাজ করলে দৈনিক ভাতা ৪০২ টাকা প্রতিদিন পাবেন। বৈঠকে মৌখিক ভাবে নির্ধারিত হয়েছে, অষ্টমী ও দশমী কর্মীদের ছুটি মিলবে। এছাড়াও বেশ কয়েকটি রবিবার ছুটি মিলবে। যদিও এই নিয়ে এখনও কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। তবে পুরসভা সূত্রে খবর, বৃহস্পতিবারই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে পুরসভা।
আগে যেভাবে পুজোর সময়ে ৫০০ টাকা ভাতা দেওয়া হত, এদিনের বৈঠকে সেই নিয়ম ফের চালু করার আবেদন জানান কর্মীরা। মেয়র তাঁদের দাবিকে গুরুত্ব দিয়ে শোনেন এবং আশ্বাস দেন, বিষয়টি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পুর কমিশনার ধবল জৈন ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক রণিতা সেনগুপ্ত। শুধু ভাতা নয়, কাজের অভিজ্ঞতা, স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত নানা বিষয়ও তুলে ধরেন কর্মীরা। মেয়র তাঁদের বক্তব্য মন দিয়ে শোনেন এবং ন্যায়সঙ্গত দাবি যথাস্থানে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন। প্রতিনিধি দলের সদস্যদের দাবি, মেয়র তাঁদের সমস্যার সঙ্গে সহমত প্রকাশ করেছেন এবং ইতিবাচক সুরেই আলোচনার সমাপ্তি হয়েছে।
Advertisement
Advertisement
Advertisement



