• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

বেকবাগানের একটি বহুতলে ভয়াবহ আগুন

ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন। দমকলকর্মীরা দ্রুত আগুন নেভানোর কাজে তৎপর রয়েছেন। কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি।

নিজস্ব চিত্র

বেকবাগানের একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। কলকাতার মিন্টো পার্কের ওই বহুতলের পাঁচ তলায় ঘটেছে এই দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮টি ইঞ্জিন। দমকলকর্মীরা দ্রুত আগুন নেভানোর কাজে তৎপর রয়েছেন। এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে থাকতে পারে। আগুন নেভানোর পর প্রকৃত কারণ জানার জন্য ঘটনার তদন্ত করা হবে বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, শনিবার দুপুরে বেকবাগান এলাকার এজেসি বোস রোড সংলগ্ন একটি বহুতলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বহুতলগুলিতে বেশ কিছু অফিস রয়েছে। এরকমই একটি অফিসের একটি রুমে প্রথমে এই দুর্ঘটনাটি ঘটে। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য রুমে। আগুনের দাপটে ওই অফিসের এসি মেশিন পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। ঘটনার পর দ্রুত খবর যায় দমকল বিভাগে। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত আটটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে ঘটনাস্থলে তৎপর রয়েছে। ওই বহুতলটিতে আগুন নেভানোর জন্য পাশের এজেসি বোস রোডের উড়ালপুলে উঠে পাইপ দিয়ে জল ছিঁটাচ্ছেন দমকলকর্মীরা। বহুতলটির পাশের বিল্ডিংগুলিতে উঠেও আগুন নেভানোর চেষ্টা করছেন অগ্নিনির্বাপণ কর্মীরা।

Advertisement

এদিকে বেক বাগান মোড়ের কৃষ্ণা বিল্ডিং নামের এই বহুতলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখার পর প্রশাসনিক স্তরে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কর্তৃপক্ষের কোনও গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।

Advertisement

প্রসঙ্গত চলতি মাসে বেশ কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শহরে। কখনও সল্টলেক, আবার কখনও নিউটাউন এলাকায় আগুনের ঘটনা ঘটে। সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে মেছুয়াবাজারের একটি হোটেলে। এই হোটেলে আগুন লেগে ১৪ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও বেশ কয়েকজন অতিথি। সেই ঘটনায় হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ ওঠে। হোটেলের ভিতর অনুমতি ছাড়াই বেআইনি নির্মাণের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সেজন্য অগ্নিকাণ্ডের ফলে অতিথিরা দ্রুত বাইরে বেরিয়ে আসতে পারেননি। অধিকাংশের শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে হোটেলের এক ম্যানেজার ও মালিককে। বিষয়টির তদন্ত চলছে।

Advertisement