• facebook
  • twitter
Friday, 5 December, 2025

হরিদেবপুর কাণ্ডে পুলিশের জালে মূল অভিযুক্ত

বুধবার মধ্যরাতে দেশপ্রিয় পার্কের কাছাকাছি এলাকা থেকে পুলিশের জালে ধরা পড়েন তিনি। সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি।

হরিদেবপুরের গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার ভোরে দেশপ্রিয় পার্কের কাছাকাছি এলাকা থেকে পুলিশের জালে ধরা পড়েন তিনি। সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। এর আগে ১০ সেপ্টেম্বর আরেক অভিযুক্তকে বর্ধমান স্টেশন থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এই ঘটনায় আর কেউ জড়িত কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।

গত ৬ সেপ্টেম্বর হরিদেবপুর থানায় এক তরুণী গণধর্ষণের অভিযোগ দায়ের করেন। নির্যাতিতার অভিযোগ, পার্টি করার প্রলোভন দেখিয়ে রিজেন্ট পার্ক এলাকার একটি ফ্ল্যাটে নিয়ে যান দুই অভিযুক্ত। সেখানেই তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতনের পর কোনওমতে বাড়ি ফিরে আসেন তরুণী। পরে স্থানীয় হরিদেবপুর থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকে পলাতক ছিলেন দুই অভিযুক্ত। মঙ্গলবার রাতে বর্ধমান স্টেশন থেকে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনার পরই প্রথমে দিল্লি এবং পরে উত্তর প্রদেশে গা ঢাকা দিয়েছিলেন মূল অভিযুক্ত। বিভিন্ন ধর্মশালায় রাত কাটাতেন তিনি। টাকা কম পড়ায় বৃহস্পতিবার ট্রেনে উত্তর প্রদেশ থেকে কলকাতায় ফেরেন তিনি।

Advertisement

কলকাতায় ফিরেই এক আত্মীয়ের মাধ্যমে ফের একবার মায়ের সঙ্গে যোগযোগ করেন হরিদেবপুরের গণধর্ষণের মূল অভিযুক্ত। গভীর রাতে দেশপ্রিয় পার্কে টাকা নিয়ে আসতে বলেন তিনি। সেই মতো গাড়ি ভাড়া করে রাতে ওই এলাকায় পৌঁছে যান তাঁর মা। আগে থেকেই পরিবারের উপর নজর ছিল পুলিশের। তৈরি ছিলেন তদন্তকারীরাও। ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত সেখানে পৌঁছতেই একেবারে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

নির্যাতিতা তরুণীর বক্তব্য, বেশ কয়েক মাস আগে তাঁর সঙ্গে এক অভিযুক্তের পরিচয় হয়েছিল। নিজেকে দক্ষিণ কলকাতার একটি বড়পুজো কমিটির কর্তা বলে পরিচয় দেন তিনি।

Advertisement