• facebook
  • twitter
Monday, 8 December, 2025

ডেলিভারি বয় খুন কাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত

সল্টলেকের মহিষাবাথানে ডেলিভারি বয় খুন কাণ্ডে এবার পাকড়াও মূল অভিযুক্ত। দক্ষিণ ভারতের তেলেঙ্গানা থেকে ধরা হয় তাকে।

প্রতীকী চিত্র

সল্টলেকের মহিষাবাথানে ডেলিভারি বয় খুন কাণ্ডে এবার পাকড়াও মূল অভিযুক্ত। দক্ষিণ ভারতের তেলেঙ্গানা থেকে ধরা হয় তাকে। ধৃতের নাম মৃত্যুঞ্জয় মণ্ডল। এই নিয়ে ডেলিভারি বয় খুন কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ।

ঘটনার সূত্রপাত বর্ষবরণের রাতে। বন্ধু সোনার ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন ২৬ বছরের যুবক সুব্রত মাঝি। তারপর আর বাড়িতে ফেরা হয়নি। পরিবারের লোকেরা খোঁজ খবর নিলে জানতে পারে পাড়ারই এক যুবক মৃত্যুঞ্জয় সুব্রতকে নিয়ে এসেছিল এলাকার এক চিকিৎসকের কাছে। সেই চিকিৎসকের কথা মতো প্রথমে সুব্রতকে ভর্তি করানো হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। তবে অবস্থার অবনতি হতে থাকলে পরে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সুব্রতের।

Advertisement

ঘটনার প্রেক্ষিতে বন্ধুদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছিল মৃতের পরিবার। যার তদন্তে নেমে আগেই গ্রেপ্তার করা হয়েছিল সবুজ মিস্ত্রি, বাপন হালদার, বিশ্বজিৎ মণ্ডল, অসিত সরকার নামে চারজনকে। যদিও পলাতক ছিল মূল অভিযুক্ত মৃত্যুঞ্জয়। অবশেষে খুনের প্রায় দিন পনেরো পরে তেলেঙ্গানা থেকে গ্রেপ্তার করা হল মৃত্যুঞ্জয় মণ্ডল নামে ওই যুবককে।

Advertisement

Advertisement